Ajker Patrika

বংশাই থেকে রাতে বালু উত্তোলন ঝুঁকিতে জমি ও স্থাপনা

ধনবাড়ী প্রতিনিধি
আপডেট : ১৯ এপ্রিল ২০২২, ১৫: ২৫
বংশাই থেকে রাতে বালু উত্তোলন ঝুঁকিতে জমি ও স্থাপনা

ধনবাড়ী উপজেলার যদুনাথপুর ইউনিয়নের বওলা গ্রামে বংশাই নদ থেকে অবৈধভাবে যন্ত্র (ড্রেজার) দিয়ে বালু তোলা হচ্ছে। প্রশাসনকে ফাঁকি দিতে দিনের বেলায় উত্তোলন বন্ধ থাকলেও রাতে শুরু হয়। এতে ভাঙনের ঝঁকিতে পড়েছে ফসলি জমি, সেতু, সড়ক ও বেশ কিছু স্থাপনা। এ ছাড়া বর্ষার পানি এলে দেখা দেয় ভাঙন। কয়েকজন নেতা রাজনৈতিক দাপটে এ কর্মযজ্ঞ চালাচ্ছেন বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।

ভুক্তভোগীরা জানান, বছরজুড়েই এ নদ থেকে বালু তোলা হয়। এ কাজে কেউ প্রতিবাদ করলে দেখানো হয় রাজনৈতিক দাপট। গত বছর আশপাশের ফসলি জমি চলে গেছে নদীগর্ভে। আর প্রশাসন বলছে, তারা এ বিষয়ে কিছু জানে না।

বওলা গ্রামের বংশাই নদের পাড়ে গিয়ে দেখা গেছে, পাশে জামালপুর জেলা সীমান্তঘেঁষা যদুনাথপুর ইউনিয়ন। দুই পাশের যোগাযোগের জন্য নদের ওপর নির্মিত হয়েছে সেতু। সেতুর ঠিক উত্তর গোড়ালি পাশে ড্রেজার বসিয়ে বালু তুলে নদের পাড়ে রাখা হচ্ছে। দু-এক জায়গায় ফসলি জমির মাটি ভেঙে পড়ছে নদে। ভারী যানবাহন চলাচলে কাঁপছে সেতু। পাশের জামালপুর-নান্দিনা মহাসড়কে দেখা দিয়েছে ভাঙন।

স্থানীয় বাসিন্দা সেলিম হোসেন, আব্দুল মালেক আয়ুব আলীসহ অনেকেই বলেন, বছরজুড়েই নানা কায়দায় মেশিন দিয়ে নদে থেকে বালু তোলা হয়। আর এবার জমির পাশ থেকেই বালু তুলছে। দিনের বেলায় বন্ধ থাকলেও রাতে চলে পুরো দমে। এলাকাবাসী না করলেও মানে না। এতে ফসলি জমি ভেঙে নদে বিলীন হচ্ছে।

তাঁরা আরও বলেন, ওই ব্যক্তি বালুর ব্যবসা করেন। চুক্তিতে এখান থেকে বালু তোলেন। কিছু বললে দলের দাপট দেখান। এভাবেই নদে জমি চলে গেলে তাঁদের অনেক ক্ষতি হবে। এ জন্য প্রশাসনের দৃষ্টি কামনা করেন তাঁরা।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য ময়নাল বলেন, ‘প্রতিবছরই গিয়াস নামের এক ব্যক্তি নদ থেকে বালু উত্তোলন করছেন। তিনি কারও কথা শুনতে চান না। দলের ক্ষমতা দেখান। এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি কামনা করি।’

জানতে চাইলে অভিযুক্ত গিয়াস উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, নদের ভেতর আমার জমি। তাই নদের জমি আমার। আমি তো বালু কাটমুই। বালুর ব্যবসা করি।’

এ ব্যাপারে ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসলাম হোসাইন বলেন, ‘বালু উত্তোলনের বিষয়টি আমাদের জানা নেই। যদি তিনি অবৈধভাবে বালু উত্তোলন করে থাকেন, তাঁর বিরুদ্ধে শিগগির ব্যবস্থা নেওয়া হবে। বালু উত্তোলন বন্ধ করতে বাধ্য করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত