Ajker Patrika

কারাগারে থেকে হত্যা মামলার আসামি বিজয়ী

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১৩: ০৪
কারাগারে থেকে হত্যা মামলার আসামি বিজয়ী

কক্সবাজারের চকরিয়া উপজেলার পূর্ব বড়ভেওলা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে জয় পেয়েছেন ওসমান গণি। তিনি সাবেক ছাত্রলীগ নেতা নাছির উদ্দিন নোবেল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। ওই মামলায় এক মাস ধরে কারাগারে রয়েছেন তিনি।

গত রোববার রাতে ঘোষিত ফলাফলে তাঁকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়। তিনি ফুটবল প্রতীক নিয়ে ৪৮৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

ওই ওয়ার্ডে ইউপি সদস্য পদে সাতজন প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নাছির উদ্দিন মোরগ প্রতীক নিয়ে পেয়েছেন ৩১০ ভোট।

পূর্ব বড়ভেওলায় রিটার্নিং কর্মকর্তা সুপন নন্দী বলেন, ‘ঘোষিত ফলাফলে ফুটবল প্রতীক নিয়ে কারাগারে থাকা ওসমান গণি নির্বাচিত হয়েছেন।’

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৭ আগস্ট বেলা ১২টার দিকে চট্টগ্রাম ওমর গণি এমইএস কলেজছাত্র সংসদের সাবেক সমাজকল্যাণ সম্পাদক নাছির উদ্দিন নোবেলকে পূর্ব বড়ভেওলা ইউনিয়নের মুন্সিঘোনা ও মুবিনপাড়া স্টেশনের টেক এলাকায় গুলি করে হত্যা করা হয়।

ওসমান গণি এই হত্যা মামলার ১২ নম্বর আসামি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটে পাথর লুটে জড়িত দুই দলের ৩৫ নেতা

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

আমরা দখল করি লঞ্চঘাট-বাসস্ট্যান্ড, জামায়াত করে বিশ্ববিদ্যালয়: আলতাফ হোসেন চৌধুরী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত