Ajker Patrika

পরাজিতদের বাড়িতে জয়ী দুই চেয়ারম্যান

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১৪ নভেম্বর ২০২১, ১৪: ২৫
পরাজিতদের বাড়িতে জয়ী  দুই চেয়ারম্যান

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার জাফতনগর ও রোসাংগিরি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান ও পরাজিত চেয়ারম্যান প্রার্থীরা একে অপরকে শুভেচ্ছে জানান। পরে বিজয়ী প্রার্থী পরাজিত প্রার্থীকে ফুলের মালা পরিয়ে দেন। গত শুক্রবার এ দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

জানা গেছে, জাফতনগর ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান মো. জিয়া উদ্দিন জিয়া ও পরাজিত প্রার্থী সাবেক চেয়ারম্যান মো. আব্দুল হালিম এবং রোসাংগিরি ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান এস এম সোয়েব আল সালেহীন ও পরাজিত প্রার্থী মো. তারেক নেওয়াজ পলাশ একে অপরের বাড়িতে গিয়ে ফুলের মালা দিয়ে অভিনন্দন জানিয়েছেন। এ দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

সবাই বলছেন, তাঁদের এ আচরণ সত্যিই প্রশংসনীয়। নির্বাচন পরবর্তী সব প্রার্থীদের এমন আচরণ হওয়ায় উচিত।

রোসাংগিরি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এস এম সোয়ব আল সালেহীন বলেন, ‘গণতান্ত্রিক প্রক্রিয়ায় সবার নির্বাচন করার অধিকার আছে। আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছে বলে আমি শত্রুতা পুষে রাখব, এমন নীতিতে আমি বিশ্বাসী না। এলাকার উন্নয়নে সবার সহযোগিতা প্রয়োজন।’

জাফতনগর ইউনিয়নের পরাজিত প্রার্থী মো. আব্দুল হালিম আজকের পত্রিকাকে বলেন, ‘আন্দোলনে চেয়ারম্যান জিয়া উদ্দিন জিয়া আমার সহকর্মী ছিল। গত নির্বাচনেও তিনি আমার সঙ্গে ছিলেন। বলতে গেলে তাঁর সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক। তিনি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বলে আমি তাঁকে অভিনন্দন জানাচ্ছি। এলাকার উন্নয়নে আমি তাঁকে অবশ্যই সহযোগিতা করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত