Ajker Patrika

জয়নুলের প্রচ্ছদ

সম্পাদকীয়
জয়নুলের প্রচ্ছদ

১৯৪৭ সালের দেশভাগের পর ১৯৪৮ সালে চাঁদপুরে ‘মুকুল ফৌজ শিবির’ অনুষ্ঠিত হয়। নানা কারণেই তা ছিল ঐতিহাসিক আয়োজন। সেই সময় যাঁরা কিশোর ছিলেন এবং সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তাঁদের মধ্যে কয়েকজন হলেন কামরুল হাসান, আবদুল্লাহ আল মুতী শরফুদ্দীন, রফিকুল ইসলাম, ওয়াহিদুল হক, নূরুল কাদের খান, জিয়াউল হক প্রমুখ।

সেই শিবিরে যাঁরা যোগ দিয়েছিলেন, তাঁদেরই লেখা ও আঁকা দিয়ে বের হয়েছিল একটি হাতে লেখা পত্রিকা। পুরো পত্রিকাটি শিবিরকে কেন্দ্র করে এবং শিবিরে যোগদানকারীদের লেখা। পত্রিকায় হাতের লেখাটি ছিল আবদুল্লাহ আল মুতী শরফুদ্দীনের, আর তার ছবিগুলো এঁকেছিলেন কামরুল হাসান। পত্রিকা তো তৈরি হলো, কিন্তু জয়নুল আবেদিনকে না দেখিয়ে তো বাঁধাই করতে দেওয়া যায় না। তাই জয়নুল আবেদিনের আবদুল হাদী লেনের বাড়িতে নিয়ে যাওয়া হলো পত্রিকাটি। পত্রিকার সবকিছু দেখে মুগ্ধ হলেন শিল্পাচার্য। তিনি সোৎসাহে বললেন, ‘এই পত্রিকার প্রচ্ছদ আমি এঁকে দেব।’ পতাকার নিচে এক কিশোর দাঁড়িয়ে অভিবাদন জানাচ্ছে, এমন একটা প্রচ্ছদ আঁকলেন জয়নুল আবেদিন। পরে যখন কামরুল হাসান মুকুল ফৌজ ত্যাগ করেন, তখন মুকুল ফৌজ কর্তৃপক্ষকে সেই পত্রিকাটি দিয়ে এসেছিলেন। তা আর সংরক্ষিত হয়েছিল কি না, সে বিষয়ে তাঁর কিছু জানা ছিল না।

তবে, তারও অনেক আগে, দেশভাগের আগেই, ১৯৪৩ সালে এমনই একটি পত্রিকা বের করেছিলেন কামরুল হাসানেরা। সেই পত্রিকায় হাতের লেখা ছিল কবি হাবীবুর রহমানের। তিনিই ছিলেন তার সম্পাদক। পত্রিকাটির নাম ছিল ‘আবীর’। সে পত্রিকার প্রচ্ছদও এঁকেছিলেন জয়নুল আবেদিন। মা ও শিশুর ছবি দিয়ে শিল্পাচার্যের অনিন্দ্যসুন্দর একটি স্কেচ আছে সেখানেও। কামরুল হাসান সে পত্রিকাটি আগলে রেখেছিলেন। এরপর তিনি এটি জাতীয় জাদুঘরে দান করেন। প্রথম যৌবন থেকেই জয়নুল আবেদিন যে শিশু-কিশোরদের সঙ্গে জড়িত ছিলেন, তারই প্রমাণ এই কাজ দুটো।

সূত্র: কামরুল হাসান, বাংলাদেশের শিল্প আন্দোলন ও আমার কথা, পৃষ্ঠা ৮৭

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত