আগৈলঝাড়া প্রতিনিধি
আগামী ১১ নভেম্বর আগৈলঝাড়া উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। ভোটের তারিখ ঘোষণার পর থেকে নির্বাচনী হওয়া বইতে শুরু করেছে। সম্ভাব্য প্রার্থীদের শুভেচ্ছা ব্যানার ও ফেস্টুনে ভরে গেছে হাট-বাজার। বাড়ি বাড়ি গিয়ে কুশল বিনিময়ও করছেন তারা।
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৫টি ইউনিয়নের প্রতিটিতে রয়েছে একাধিক চেয়ারম্যান প্রার্থী। রাজিহার ইউনিয়নে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী বর্তমান চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, উপজেলা যুবলীগ সভাপতি সাইদুল সরদার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুরাদ শিকদার। ইসলামী আন্দোলনের প্রার্থী ইখতিয়ার হোসেন হাওলাদার। তবে বিএনপি ও জাতীয় পার্টির সম্ভাব্য প্রার্থীদের দেখা নেই।
বাকাল ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী বর্তমান চেয়ারম্যান বিপুল দাস, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক অনিমেষ মণ্ডল, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম পাইক। ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা জাকারিয়া বক্তিয়ার ফরিদী।
বাগধা ইউনিয়নে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী বর্তমান চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউনুস আলী মিয়া, সাধারণ সম্পাদক বজলুল হক হাওলাদার, এম এম আজাদ। ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুল কাদের মিয়া।
গৈলা ইউনিয়নে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী বর্তমান চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটু, ছাত্রলীগ নেতা মাহামুদুল ইসলাম সাগর সেরনিয়াবাত, শফিকুল ইসলাম সকুল। ইসলামী আন্দোলনের প্রার্থী জাহাঙ্গীর হোসেন ব্যাপারী।
রত্নপুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার, ফরহাদ তালুকদার, রেমন ভূঁইয়া, পিয়ারা বেগম, শাহিন আলম টেনু। ইসলামী আন্দোলনের প্রার্থী দেলোয়ার হোসেন ও খলিলুর রহমান শাহ। এখন পর্যন্ত বিএনপি অথবা জাতীয় পার্টির প্রার্থীদের দেখা মেলেনি।
উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ডা. মাহাবুবুল ইসলাম মাহাবুব জানান, যদি কেন্দ্র থেকে সিদ্ধান্ত আসে বিএনপি নির্বাচনে যাবে তাহলে প্রতিটি ইউনিয়নে বিএনপি’র একক প্রার্থী থাকবে। এ রকমই দলীয় আভাস পাওয়া গেছে।
এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থিত হাতপাখা প্রতীকের ৫ জন চেয়ারম্যান পদে প্রার্থী চূড়ান্ত হয়েছে। জাতীয় পার্টির পক্ষ থেকে এবার আসন্ন ইউনয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করা হবে না বলে জানান উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সরদার হারুন রানা।
খোঁজ নিয়ে জানা যায়, অনেক প্রার্থী নিজেদের ছবিসহ পোস্টার ছাপিয়ে টানিয়ে দিয়েছেন বিভিন্ন গ্রামে পাড়া মহল্লায়। দলীয় সমর্থন পেতে একই আসনে একাধিক প্রার্থীর পক্ষ থেকে চলছে নানা রকম তদবির, রাজনৈতিক কার্যালয়গুলোও সরগরম হয়ে উঠেছে। বিশেষ করে নৌকা প্রতীক পাওয়ার আশায় দলীয় সমর্থনের জন্য প্রার্থীদের বেশি তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। গৈলা ইউনিয়নের এমনই এক চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রচার-প্রচারণা শুরু করে দিয়েছে ছাত্রলীগ নেতা মাহমুদুল ইসলাম সাগর সেরনিয়াবাত। তিনি জানান, তিনি সব সময় মানুষের কল্যাণে কাজ করে চলেছেন। তিনি নিজের সাধ্যমতো সহযোগিতার চেষ্টা করে থাকেন। তাঁর চাওয়া পাওয়ার কিছু নেই। সব সময় নিঃস্বার্থভাবে মানুষের জন্য কাজ করতে চান।
আগামী ১১ নভেম্বর আগৈলঝাড়া উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। ভোটের তারিখ ঘোষণার পর থেকে নির্বাচনী হওয়া বইতে শুরু করেছে। সম্ভাব্য প্রার্থীদের শুভেচ্ছা ব্যানার ও ফেস্টুনে ভরে গেছে হাট-বাজার। বাড়ি বাড়ি গিয়ে কুশল বিনিময়ও করছেন তারা।
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৫টি ইউনিয়নের প্রতিটিতে রয়েছে একাধিক চেয়ারম্যান প্রার্থী। রাজিহার ইউনিয়নে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী বর্তমান চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, উপজেলা যুবলীগ সভাপতি সাইদুল সরদার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুরাদ শিকদার। ইসলামী আন্দোলনের প্রার্থী ইখতিয়ার হোসেন হাওলাদার। তবে বিএনপি ও জাতীয় পার্টির সম্ভাব্য প্রার্থীদের দেখা নেই।
বাকাল ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী বর্তমান চেয়ারম্যান বিপুল দাস, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক অনিমেষ মণ্ডল, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম পাইক। ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা জাকারিয়া বক্তিয়ার ফরিদী।
বাগধা ইউনিয়নে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী বর্তমান চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউনুস আলী মিয়া, সাধারণ সম্পাদক বজলুল হক হাওলাদার, এম এম আজাদ। ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুল কাদের মিয়া।
গৈলা ইউনিয়নে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী বর্তমান চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটু, ছাত্রলীগ নেতা মাহামুদুল ইসলাম সাগর সেরনিয়াবাত, শফিকুল ইসলাম সকুল। ইসলামী আন্দোলনের প্রার্থী জাহাঙ্গীর হোসেন ব্যাপারী।
রত্নপুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার, ফরহাদ তালুকদার, রেমন ভূঁইয়া, পিয়ারা বেগম, শাহিন আলম টেনু। ইসলামী আন্দোলনের প্রার্থী দেলোয়ার হোসেন ও খলিলুর রহমান শাহ। এখন পর্যন্ত বিএনপি অথবা জাতীয় পার্টির প্রার্থীদের দেখা মেলেনি।
উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ডা. মাহাবুবুল ইসলাম মাহাবুব জানান, যদি কেন্দ্র থেকে সিদ্ধান্ত আসে বিএনপি নির্বাচনে যাবে তাহলে প্রতিটি ইউনিয়নে বিএনপি’র একক প্রার্থী থাকবে। এ রকমই দলীয় আভাস পাওয়া গেছে।
এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থিত হাতপাখা প্রতীকের ৫ জন চেয়ারম্যান পদে প্রার্থী চূড়ান্ত হয়েছে। জাতীয় পার্টির পক্ষ থেকে এবার আসন্ন ইউনয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করা হবে না বলে জানান উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সরদার হারুন রানা।
খোঁজ নিয়ে জানা যায়, অনেক প্রার্থী নিজেদের ছবিসহ পোস্টার ছাপিয়ে টানিয়ে দিয়েছেন বিভিন্ন গ্রামে পাড়া মহল্লায়। দলীয় সমর্থন পেতে একই আসনে একাধিক প্রার্থীর পক্ষ থেকে চলছে নানা রকম তদবির, রাজনৈতিক কার্যালয়গুলোও সরগরম হয়ে উঠেছে। বিশেষ করে নৌকা প্রতীক পাওয়ার আশায় দলীয় সমর্থনের জন্য প্রার্থীদের বেশি তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। গৈলা ইউনিয়নের এমনই এক চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রচার-প্রচারণা শুরু করে দিয়েছে ছাত্রলীগ নেতা মাহমুদুল ইসলাম সাগর সেরনিয়াবাত। তিনি জানান, তিনি সব সময় মানুষের কল্যাণে কাজ করে চলেছেন। তিনি নিজের সাধ্যমতো সহযোগিতার চেষ্টা করে থাকেন। তাঁর চাওয়া পাওয়ার কিছু নেই। সব সময় নিঃস্বার্থভাবে মানুষের জন্য কাজ করতে চান।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫