Ajker Patrika

ধর্মঘটে সড়কে বিপাকে সাধারণ যাত্রীরা

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
আপডেট : ০৬ নভেম্বর ২০২১, ১৯: ১১
ধর্মঘটে সড়কে বিপাকে সাধারণ যাত্রীরা

হঠাৎ ডিজেল ও কেরোসিনের দাম বৃদ্ধির প্রতিবাদে সারা দেশের মতো গতকাল শুক্রবার কক্সবাজারেও পালিত হয়েছে বাস-ট্রাক মালিক ও শ্রমিকদের ডাকা ধর্মঘট। এতে বন্ধ ছিল গণপরিবহন। ভোগান্তিতে পড়তে হয়েছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের যাত্রীরা।

সরেজমিনে দেখা যায়, চকরিয়ার শহীদ আব্দুল হামিদ পৌর বাস টার্মিনালে গণপরিবহনের জন্য যাত্রীরা অপেক্ষা করছেন। এদিন চকরিয়ায় দূরপাল্লার কোনো যানবাহন চলাচল করতে দেখা যায়নি। তবে ধর্মঘটে কোনো শ্রমিক সড়কে অবস্থান করেননি।

এদিকে চলমান ধর্মঘটকে কেন্দ্র করে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য পুলিশ সদস্যরা টহল দিচ্ছিলেন।

অনেককে বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে ব্যাটারি ও সিএনজিচালিত অটোরিকশা, রিকশা, মাইক্রোবাস ও মোটরসাইকেল যেতে দেখা গেছে।

বাস টার্মিনাল ও পরিবহন মালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল চকরিয়া পৌরশহর থেকে দূরপাল্লার কোনো বাস ও ট্রাক ছাড়েনি।

চকরিয়া থেকে চট্টগ্রাম যেতে বাসের জন্য অপেক্ষা করছিলেন বেসরকারি চাকরিজীবী ফখর উদ্দীন খান। তিনি বলেন, ‘ধর্মঘট না দিয়ে গণপরিবহনের মালিক ও শ্রমিকেরা সরকারের সঙ্গে বসে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির বিষয়টি সমাধান করতে পারতেন। তাহলে আমাদের এমন ভোগান্তিতে পড়তে হতো না।’

বাস টার্মিনাল এলাকার ব্যবসায়ী আবুল বশর বলেন, ‘সিন্ডিকেটের কবলে পড়ে হঠাৎ জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। করোনা মহামারিতে দীর্ঘদিন দোকান বন্ধ ছিল। সেই ক্ষতি এখনো পোষাতে পারেননি। ধর্মঘটের কারণে আবারও ক্ষতির মুখে পড়ব।’

বৃদ্ধ মাকে নিয়ে মহেশখালী থেকে এসেছেন আলীম মুহাম্মদ। মাকে নিয়ে চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছিলেন। তিনি বলেন, ‘ধর্মঘটের বিষয়টি জানতাম না। সকাল ৮টায় বের হয়ে সাড়ে ৯টায় চকরিয়া শহরে এসে জানতে পারি পরিবহন ধর্মঘটের কথা। এখন বাধ্য হয়ে বাড়ি ফিরে যাচ্ছি।’

চিরিংগা ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. মশিউর রহমান বলেন, ‘সড়ক একদম ফাঁকা। দূরপাল্লার কোনো পরিবহন সকাল থেকে চলাচল করতে দেখা যায়নি। তবে ব্যক্তিগত গাড়ি, অটোরিকশা ও মাইক্রোবাস চলাচল করছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটে পাথর লুটে জড়িত দুই দলের ৩৫ নেতা

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

মুচলেকা দিয়ে ক্যাম্পাস ছাড়লেন আনন্দ মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত