Ajker Patrika

প্রচার ছাড়া ভোটযুদ্ধে মোশারফ

তিতাস প্রতিনিধি
আপডেট : ০৫ নভেম্বর ২০২১, ১৩: ৪৩
প্রচার ছাড়া ভোটযুদ্ধে মোশারফ

তিতাস উপজেলার ৭ নম্বর নারান্দিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন মোশারফ মিয়া। কিন্তু এখনো তিনি কোনো প্রচার চালাননি। ইউনিয়নের কোনো হাট-বাজার, ওয়ার্ড, গ্রাম, পাড়া, মহল্লা, অলিগলি কোথাও কোনো পোস্টার বা তাঁর পক্ষে মাইকিং করতে দেখা যায়নি।

মোশারফ মিয়া ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সালাউদ্দিন আহমেদের বড় ভাই। প্রচার ছাড়াই নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করায় মোশারফকে নিয়ে এলাকায় চলছে নানা আলোচনা।

বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, ছোট ভাই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়ে লড়ছেন। এ অবস্থায় প্রচার ছাড়া নির্বাচনী প্রার্থী হিসেবে থাকছেন বড় ভাই। বড় ভাইয়ের ভোটযুদ্ধে অংশ নেওয়ার কোনো আশা নেই তা বুঝাই যাচ্ছে। কেন্দ্রে ছোট ভাইয়ের পক্ষে কাজ করা জন্য এজেন্ট বেশি রাখতেই এ কৌশল নেওয়া হয়েছে বলে মন্তব্য করেন কেউ কেউ।

এদিকে কেনো প্রচার বা পোস্টার নেই কেন, এ বিষয়ে জানতে স্বতন্ত্র প্রার্থী মোশারফ মিয়ার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমি মাঠে আছি। যা বলার সাক্ষাতে বলব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত