Ajker Patrika

কোটচাঁদপুর ভূমি অফিসে অনিয়ম, ভোগান্তি

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
আপডেট : ২১ নভেম্বর ২০২১, ১৬: ৩০
কোটচাঁদপুর ভূমি অফিসে অনিয়ম, ভোগান্তি

ঝিনাইদহের কোটচাঁদপুর ভূমি অফিসে বিভিন্ন বিষয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। এ ছাড়া জমির নাম পত্তনসহ বিভিন্ন কাজে আসা মানুষকে ইচ্ছা করে ভোগান্তির মুখে ফেলা হয় বলে স্থানীয়দের অভিযোগ।

এক ভুক্তভোগি শাহাজান আলী বলেন, ২০১৯ সালের ২০ জানুয়ারি কোটচাঁদপুর ভুমি অফিসে জমি পত্তনের জন্য একটি মামলা করেন। এরপর থেকে ভূমি অফিসে আসলে সার্ভেয়ার মনিরুল ইসলাম বলেন, আজ না কাল হবে। পরের দিন আসলে বলেন, স্যার নাই। পরের দিন আসলে বলেন কাল হবে। কাগজ পত্রের ফাইল হাতে অফিসে আসেন আর কর্মকর্তার আশ্বাসে বাড়ি ফিরে যান। এভাবে চলছে তিন বছর। শুধু শাহাজান আলী নন এ ধরনের সমস্যা নিয়ে ভুগছেন উপজেলার ভোমরা ডাঙ্গার আয়ুব আলী, গাবতলা পাড়ার মিলি খাতুন, দুধসরার সুফিয়া খাতুনসহ আরও অনেকে।

ভোমরা ডাঙ্গা গ্রামের ভুক্তভোগি আয়ুব আলী জানান, তিনি ভূমি অফিসের এক কর্মকর্তা দবিরের কাছে জমির নামপত্তন করতে দেন। এ কাজে তিনি দবিরকে ৩ হাজার ৪ শত টাকাও দেন। নামপত্তনও করা হয়েছে। তবে ভুল হয়েছে। এরপর থেকে দিনের পর দিন তিনি ভূমি অফিসে ঘুরছেন।

একইভাবে ঘুরছেন কোটচাঁদপুর গাবতলা পাড়ার মিলি খাতুন ও দুধসরা গ্রামের সুফিয়া খাতুন। তাঁদের কাছ থেকেও নেওয়া হয়েছে সরকার নির্ধারিত ফী থেকে বেশি টাকা। এরপরও কাজ না হওয়ায় ঘুরছেন দিনের পর দিন। ভূমি অফিসের সামনে গেলেই চোখে পড়ে এ ধরনের অগনিত অভিযোগ নিয়ে আসা মানুষের আনা-গোনা।

এ বিষয়ে সহকারি কমিশনার (ভূমি) কার্যালয়ের সার্ভেয়ার মনিরুল ইসলাম জানান, মানুষ এ অফিসে সেবা নিতে এসে দিনের পর দিন হয়ারানির শিকার হচ্ছেন। লোকবল সংকট এর অন্যতম কারণ। তবে সংকট খুব শীঘ্র নিরশন হবে বলে আশ্বাস দেন এ কর্মকর্তা। টাকা বেশি দিলে কাজ হয় এ প্রসঙ্গে তিনি বলেন, ‘মানুষ তো অনেক কথা-ই বলেন। সব কথা সঠিক নয়। টাকা নেওয়ার অভিযোগ ভিত্তিহীন।’

বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি কমিশনার (ভূমি) (দায়িত্বপ্রাপ্ত) কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন কোনো মন্তব্য করতে রাজি হননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআইপ্রধান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত