Ajker Patrika

মোবাইল ফোন অ্যাপে দেওয়া যাবে আয়কর

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
আপডেট : ১৩ আগস্ট ২০২২, ১১: ৫৭
মোবাইল ফোন অ্যাপে দেওয়া যাবে আয়কর

মোবাইল ফোনে ‘বিডি ট্যাক্স’ নামক অ্যাপের মাধ্যমে আয়কর দেওয়া যাবে। করদাতারা গুগল প্লে স্টোর থেকে ‘বিডি ট্যাক্স’ অ্যাপ ডাউনলোড করে স্বল্প সময়ে আয়কর দিতে পারবেন বলে জানিয়েছে এর নির্মাতা প্রতিষ্ঠান বিডি ট্যাক্স টেকনোলজি লিমিটেড।

১ আগস্ট থেকে এই কার্যক্রম শুরু করেছে প্রতিষ্ঠানটি। বর্তমানে ঢাকা ও চট্টগ্রাম নগরীর করদাতারা এই সেবাটি নিতে পারবেন। পর্যায়ক্রমে এটি দেশের সব জেলায় চালু করা হবে বলে জানিয়েছেন বিডি ট্যাক্স টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী।

মোহাম্মদ আলী জানান, ‘গ্রাহকেরা থ্রি স্টেপ প্রসেসের মাধ্যমে তাদের বার্ষিক আয়কর রিটার্ন প্রস্তুত ও দাখিলের কাজটি সম্পন্ন করতে পারবেন। মোবাইল অ্যাপে লগ-ইন করে তাদের আয়কর রিটার্ন সম্পর্কিত ডকুমেন্ট (কাগজপত্র) আপলোডের মাধ্যমে বিডি ট্যাক্সে পাঠিয়ে দেবেন। বিডি ট্যাক্সের দক্ষ দল ডকুমেন্ট অনুসারে আয়কর রিটার্ন প্রস্তুত করে গ্রাহকের নির্দিষ্ট কর সার্কেলে দাখিল করবে। পরে আয়কর রিটার্নের প্রাপ্তিস্বীকার পত্র গ্রাহকের অ্যাকাউন্টে আপলোড ও কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে।’

জানা গেছে, ২০১৫ সালে কাজ শুরু করা প্রতিষ্ঠানটি ৯-১৮ অক্টোবর চীনে অনুষ্ঠিতব্য এশিয়া প্যাসিফিক আইসিটি অ্যালায়েন্স অ্যাওয়ার্ড (২০১৮) গ্রহণ করবে। একই অনুষ্ঠানে ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিং সলিউশন ক্যাটাগরিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে প্রতিষ্ঠানটি। এ ছাড়া বেসিক ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড অর্জন করেছে তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত