Ajker Patrika

কুলাউড়ায় সদর ইউপির নির্বাচিতদের শপথ স্থগিত

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট : ১১ জানুয়ারি ২০২২, ১৬: ০৪
কুলাউড়ায় সদর ইউপির নির্বাচিতদের শপথ স্থগিত

মৌলভীবাজারের কুলাউড়া সদর ইউপির নবনির্বাচিতদের শপথ গ্রহণ স্থগিত রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। ওই ইউপি ছাড়া উপজেলার বাকি ১২টিতে বিজয়ীদের শপথের গেজেট প্রকাশে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। গত রোববার সন্ধ্যায় নির্বাচন কমিশনের নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. মোরশেদ আলম স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। এর অনুলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে দেওয়া হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, গত ১৩ ডিসেম্বর উচ্চ আদালত রিট পিটিশনের নিমিত্তে ৭ নম্বর কুলাউড়া সদর ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয় নির্বাচন কমিশনকে।

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ১৩ ইউপির বিজয়ীদের শপথ গ্রহণের সম্ভাব্য তারিখ ছিল ৪ জানুয়ারি। কিন্তু ১৩ ডিসেম্বর কুলাউড়া সদর ইউপির পরাজিত চেয়ারম্যান প্রার্থী আক্তার বুবলী উচ্চ আদালতে একটি রিট পিটিশন করেন। এতে নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ ও ভোট পুনর্গণনার জন্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে এ রিট করেন। রিটের আলোকে উচ্চ আদালত ওই ইউনিয়নের নির্বাচিতদের শপথ কার্যক্রম স্থগিতের নির্দেশ দেন।

গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে কুলাউড়া সদর ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে সাবেক মোসাদ্দিক আহমদ নোমান ৩ হাজার ১১৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী নার্গিস আক্তার বুবলী আনারস প্রতীকে পান ২ হাজার ৯৮৯ ভোট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত