Ajker Patrika

৭ দশকেও হয়নি শহীদ মিনার

আগৈলঝাড়া প্রতিনিধি
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২২, ১৫: ০৯
৭ দশকেও হয়নি শহীদ মিনার

ভাষা আন্দোলনের সাত দশক পেরিয়ে গেলেও আগৈলঝাড়া উপজেলার স্কুল-কলেজ, মাদ্রাসাসহ অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে নেই কোনো শহীদ মিনার। ফলে বাঁশ, কাগজ ও কলাগাছ দিয়ে অস্থায়ীভাবে শহীদ মিনার তৈরি করে তাতে শ্রদ্ধা নিবেদন করতে হচ্ছে শিক্ষক ও শিক্ষার্থীদের।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার ৫টি ইউনিয়নের মধ্যে উত্তর শিহিপাশা জুনিয়র মাধ্যমিক বিদ্যালয়, গৈলা দাখিল মাদ্রাসা, বাগধা পূর্ব দাসপাড়া এসডিপি মডেল উচ্চবিদ্যালয়, আমবৌলা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ অধিকাংশ স্কুল-কলেজ, মাদ্রাসায় এখনো নির্মাণ করা হয়নি শহীদ মিনার।

এতে যেমন নতুন প্রজন্ম জানতে পারছে না ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস, অন্যদিকে তাদের মধ্যে জাগ্রত হচ্ছে না ভাষা আন্দোলনের চেতনা। ফলে ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস ও তাৎপর্য থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। কিন্তু সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার থাকা বাঞ্ছনীয় হলেও উপজেলার অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে তা নেই।

মুক্তিযোদ্ধা সৈয়দ সালাম এ বিষয়ে বলেন, ‘ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে শহীদ মিনার না থাকাটা শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য লজ্জার বিষয়। যে শহীদদের কারণে আমরা আমাদের মায়ের ভাষা ফিরে পেয়েছি, তাঁদের স্মরণ করা সবার দায়িত্ব।’

উত্তর শিহিপাশা জুনিয়র মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পংকজ কুমার হালদার বলেন, ‘স্থায়ীভাবে শহীদ মিনার না থাকায় আমরা বাঁশ, কাগজ ও কলাগাছ দিয়ে অস্থায়ীভাবে শহীদ মিনার তৈরি করে তাতে শ্রদ্ধা নিবেদন করে থাকি।’

ইউএনও আবুল হাশেম বলেন, ‘প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার থাকা প্রয়োজন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত