Ajker Patrika

চেয়ারম্যান পদে ৫১ জনসহ ৪৬৪ মনোনয়ন দাখিল

হোমনা প্রতিনিধি
আপডেট : ০৩ নভেম্বর ২০২১, ১৭: ২৩
চেয়ারম্যান পদে ৫১ জনসহ ৪৬৪ মনোনয়ন দাখিল

হোমনা উপজেলার তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে ৯ ইউনিয়নে ৪৫ জন চেয়ারম্যান প্রার্থীসহ মোট ৪৬৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদের মধ্যে সংরক্ষিত নারী সদস্য পদে ৯৬ জন ও সাধারণ সদস্য পদে ৩১৭ জন প্রার্থী রয়েছেন। সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের সূত্রে এ তথ্য জানা গেছে।

গতকাল মঙ্গলবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এ দিন মাথাভাঙ্গা ইউপিতে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১২ ও সাধারণ সদস্য পদে ৩৭ জন মনোনয়নপত্র জমা দেন। এ ছাড়া ঘাগুটিয়া ইউপিতে চেয়ারম্যান পদে ৯ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৯ ও সাধারণ সদস্য পদে ২৯ জন; নিলখি ইউপিতে ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১২ এবং সাধারণ সদস্য পদে ৩৪ জন; ঘাড়মোড়া ইউপিতে চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১০ ও সাধারণ সদস্য পদে ৩২ জন; দুলালপুর ইউপিতে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৩ ও সাধারণ সদস্য পদে ৩৯ জন; চান্দেরচর ইউপিতে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৯ ও সাধারণ সদস্য পদে ৪১ জন; আছাদপুর ইউপিতে চেয়ারম্যান ৬ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৩ ও সাধারণ সদস্য পদে ৩৬ জন; ভাষানিয়া ইউপিতে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৮ ও সাধারণ সদস্য পদে ৪১ জন; জয়পুর ইউপিতে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১০ ও সাধারণ সদস্য পদে ২৮ জন প্রার্থী রিটানিং কর্মকর্তার নিকট মনোনয়নপত্র জমা দিয়েছেন।

তৃতীয় ধাপে আগামী ২৮ নভেম্বর উপজেলার ৯ ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালার সঙ্গে শত্রুতা মুহাম্মদ ইউনূসের, আমি ‘কোল্যাটারাল ড্যামেজ’: টিউলিপ সিদ্দিক

এনসিপি নেতার বাড়িতে কাফনের কাপড়, চিরকুটে লেখা—‘প্রস্তুত হ রাজাকার’

৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার, অর্থ ফেরতের নির্দেশ

গণশুনানিতে দুদক চেয়ারম্যানের প্রতি ক্ষোভ দেখালেন মৎস্যচাষি

‘কাল দেখা হইবে, ভালো থাকিস’—ছেলেকে বলেছিলেন গণপিটুনিতে নিহত প্রদীপ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত