Ajker Patrika

নির্বাচন-পরবর্তী সহিংসতা চকরিয়ায় দুই পক্ষের পাল্টাপাল্টি মামলা

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
আপডেট : ১০ অক্টোবর ২০২১, ১৭: ০৫
নির্বাচন-পরবর্তী সহিংসতা  চকরিয়ায় দুই পক্ষের পাল্টাপাল্টি মামলা

কক্সবাজারের চকরিয়া পৌরসভার নির্বাচনের পর একটি ওয়ার্ডের বিজয়ী ও পরাজিত কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের দুই দফা সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। মামলা দুটিতে ২৭ জনের নাম উল্লেখসহ ২৬২ জন অজ্ঞাতনামাকে আসামি করা হয়। গত শনিবার রাতে চকরিয়া থানায় মামলা দুটি করা হয়েছে। একটি মামলার বাদী ২ নম্বর ওয়ার্ডের জালিয়াপাড়া এলাকার শামসুল আলম। অপরটির বাদী জনতা মার্কেট এলাকার ছাবের আহমদ।

থানা সূত্র জানায়, বর্তমান কাউন্সিলর সাইফুল ইসলামের সমর্থক শামসুল ইসলাম বাদী হয়ে যে মামলাটি করেছেন, সেটিতে ১৫ জনের নাম উল্লেখসহ আরও ১০-১২ জনকে অজ্ঞাতনামা আসামি দেখানো হয়। অপরদিকে সাবেক কাউন্সিলর রেজাউল করিমের সমর্থক ছাবের আহমদের করা মামলায় আসামি করা হয়েছে ১২ জনকে। এই মামলায় ২০০-২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

পুলিশ জানায়, গত বুধবার রাত ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত চকরিয়া পৌরশহরের জনতা মার্কেট এলাকায় দুপক্ষের মধ্যে দুই দফায় সংঘর্ষ হয়। এ সময় ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সাজ্জাদসহ উভয় পক্ষের ১১ জন আহত হন।

বর্তমান কাউন্সিলর সাইফুল ইসলাম বলেন, ‘ক্ষমতার দাপট দেখিয়ে আমার সমর্থক ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সাজ্জাদকে মারধর করলে ঘটনার সূত্রপাত হয়। অন্যায়ভাবে আমার সমর্থকদের ওপর হামলা চালিয়েছেন তাঁরা। আমার দুজন সমর্থকের অবস্থা গুরুতর। এখন উল্টো তাঁদের বিরুদ্ধে মামলা দিয়েছেন রেজাউলের লোক।’

সাবেক কাউন্সিলর রেজাউল করিম বলেন, ‘সাইফুল ইসলামের লোকজন দুই দফায় হামলা চালিয়েছেন। এতে আমার ৯ জন সমর্থক আহত হয়েছেন। এই জন্য মামলা করেছি।’

চকরিয়া থানার পরির্দশক (তদন্ত) মোহাম্মদ জুয়েল ইসলাম বলেন, ‘হামলা ও সংঘর্ষের ঘটনায় দুটি মামলা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ টহলে রয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) তফিকুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘দুই পক্ষ লিখিত অভিযোগ জমা দিলে তা মামলা হিসেবে রুজু করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

আমরা দখল করি লঞ্চঘাট-বাসস্ট্যান্ড, জামায়াত করে বিশ্ববিদ্যালয়: আলতাফ হোসেন চৌধুরী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত