Ajker Patrika

খালেদার বিদেশে চিকিৎসার দাবিতে স্মারকলিপি

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ১৪: ০১
খালেদার বিদেশে চিকিৎসার দাবিতে স্মারকলিপি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তির পাশাপাশি বিদেশে চিকিৎসার দাবিতে তিন জেলায় স্মারকলিপি দেওয়া হয়েছে। গতকাল তিন জেলার জেলা প্রশাসকের কাছে দলটির নেতারা এই স্মারকলিপি দেন। প্রতিনিধিদের পাঠানো খবর:

নোয়াখালী: বিএনপির জেলা কমিটির সভাপতি গোলাম হায়দার ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমানের নেতৃত্বে বিএনপির নেতা-কর্মীরা র‍্যালি নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেন। তবে এ সময় জেলা প্রশাসক খোরশেদ আলম খান গণমাধ্যমকর্মীদের তাঁর কক্ষ থেকে বের হয়ে যেতে বলেন। তাঁর এমন আচরণে গণমাধ্যমকর্মীরা বিস্মিত হন। এ সময় তাঁরা স্মারকলিপি দেওয়ার ছবি সংগ্রহ না করেই চলে আসতে বাধ্য হন।

তবে এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান বলেন, বিষয়টি আসলে ভুল বোঝাবুঝি। সাংবাদিকদের তিনি বিএনপির নেতা-কর্মী বলে ভেবেছিলেন। অনেকের সঙ্গে ক্যামের থাকার পরও তাঁদের দলীয় কর্মী ভাবার কারণ জানতে চাইলে তিনি এ বিষয়ে সামনাসামনি কথা বলবেন বলে জানান।

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দকে স্মারকলিপি দেওয়ার সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক, জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সাংসদ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা কমিটির সদস্য অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ সামছুল আলম, কেন্দ্রীয় বিএনপির সহ-সমাজকল্যাণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব মো. সাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান হাছিব প্রমুখ।

ফেনী: ফেনীতে জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসানের হাতে জেলা বিএনপির নেতারা স্মারকলিপি তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্যসচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক এম এ খালেক, অ্যাডভোকেট পার্থপাল চৌধুরী, পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদস্যসচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বাবু তপন করসহ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত