Ajker Patrika

ফের নির্বাচনের ঘোষণা চেয়ারম্যান সোহেলের

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ১৩: ৫৮
ফের নির্বাচনের ঘোষণা চেয়ারম্যান সোহেলের

এলাকাবাসীর প্রত্যাশা পূরণে আবারও নির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়েছেন শিবচর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহসেন উদ্দীন সোহেল ব্যাপারী।

গত শুক্রবার দুপুরে স্থানীয় নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে শিবচরের দত্তপাড়ায় মুজিববাহিনীর কোষাধ্যক্ষ, সাবেক সংসদ সদস্য মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরীর (দাদা ভাই) কবরে শ্রদ্ধা নিবেদন শেষে এই ঘোষণা দেন চেয়ারম্যান মোহসেন উদ্দীন সোহেল।

ইলিয়াস আহমেদ চৌধুরী প্রথম ও পঞ্চম জাতীয় সংসদের সংসদ সদস্য ছিলেন। তাঁর বড় ছেলে নূর-ই আলম চৌধুরী জাতীয় সংসদের চিফ হুইপ ও মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য। ইলিয়াস আহমেদ চৌধুরী নানা গুণেগুনান্বিত ছিলেন। শিবচরের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। তিনি সাধারণ মানুষের কাছে ‘দাদা ভাই’ হিসেবে পরিচিত ছিলেন।

জানা গেছে, পঞ্চম ধাপে আগামী ৫ জানুয়ারি শিবচরের কাঁঠালবাড়ী ইউনিয়নসহ দুটি ইউনিয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচন হতে যাচ্ছে। নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহের আগে কাঁঠালবাড়ী ইউনিয়নের নেতা-কর্মী ও সমর্থক নিয়ে দাদা ভাইয়ের কবর জিয়ারত করেন ইউপি চেয়ারম্যান মোহসেন উদ্দীন সোহেল। পরে জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরীর পিতার কবরে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দত্তপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুরাদ মিয়া ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পান্নু চৌধুরী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত