Ajker Patrika

কানাডায় চলছে বলী এ বছরই দেশে মুক্তি

কানাডায় চলছে বলী এ বছরই দেশে মুক্তি

কানাডায় মুক্তি পেল বাংলাদেশের সিনেমা ‘বলী’। গতকাল থেকে মিসিসাগার সেন্ট্রাল পার্কওয়ে সিনেমা হলে দেখা যাচ্ছে সিনেমাটি। বিষয়টি নিশ্চিত করে নির্মাতা ইকবাল হোসাইন চৌধুরী বলেন, ‘কানাডায় সীমিত পরিসরে মুক্তি দিয়েছি। আজ (গতকাল) প্রথম শো হয়েছে। এ সপ্তাহজুড়ে সেখানকার দর্শক সিনেমাটি দেখতে পারবেন।’

চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলার প্রেক্ষাপটে নির্মিত হয়েছে বলী (দ্য রেসলার)। ২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদান পায় সিনেমাটি। এর প্রযোজক পিপলু আর খান, সহপ্রযোজক হিসেবে আছেন সাইফুল আজিম ও গাউসুল আলম শাওন। প্রধান চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান। সাগরপারের এক খ্যাপাটে জেলের চরিত্রে দেখা যাবে তাঁকে। আরও অভিনয় করেছেন প্রিয়াম অর্চি, অ্যাঞ্জেল নূর, এ কে এম ইতমাম প্রমুখ।

গত বছর বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৮তম আসরে পুরস্কার জিতেছিল বলী। উৎসবের নিউ কারেন্টস বিভাগে সেরা হয়েছিল। এরপর বিদেশে বিভিন্ন উৎসবে ঘুরলেও বাংলাদেশে এখনো মুক্তি পায়নি। তবে নির্মাতা আশ্বস্ত করেছেন, শিগগিরই দেশের দর্শকেরা সিনেমাটি দেখতে পারবেন। ইকবাল হোসাইন চৌধুরী বলেন, ‘দেশে মুক্তির বিষয়ে আমরা কাজ করছি। ইতিমধ্যে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা দেওয়া হয়েছে সিনেমাটি। ছাড়পত্র পেলে মুক্তির তারিখ ঠিক করব। ইচ্ছা আছে এ বছরেই দেশের প্রেক্ষাগৃহে বলী মুক্তি দেওয়ার।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত