Ajker Patrika

কোটচাঁদপুরে সরে দাঁড়ালেন ৪ চেয়ারম্যানসহ ২১ প্রার্থী

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
আপডেট : ১২ নভেম্বর ২০২১, ১৬: ৩৮
কোটচাঁদপুরে সরে দাঁড়ালেন ৪ চেয়ারম্যানসহ ২১ প্রার্থী

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহার করেছেন চেয়ারম্যান প্রার্থীসহ ২১ জন। তাদের মধ্যে চারজন চেয়ারম্যান প্রার্থী, ১৬ জন সাধারণ সদস্য ও একজন সংরক্ষিত মহিলা ওয়ার্ডের প্রার্থী।

গতকাল বৃহস্পতিবার কোটচাঁদপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা আহাদ মুরাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা বলেন, আগামী ২৮ নভেম্বর কোটচাঁদপুর উপজেলার পাঁচ ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পাঁচ ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে ৪০ জন, সদস্য ১৮৫ ও সংরক্ষিত পদে ৫০ জন মনোনয়নপত্র দাখিল করেন।

আহাদ মুরাদ বলেন, বৃহস্পতিবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল। এ দিন সকাল থেকে প্রার্থীরা তাদের প্রার্থিতা প্রত্যাহার শুরু করেন। সর্বশেষে ৫ ইউনিয়ন থেকে চারজন চেয়ারম্যান প্রার্থী, ১৬ জন সাধারণ সদস্য ও একজন সংরক্ষিত মহিলা পদপ্রার্থী এ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

জানা যায়, চেয়ারম্যান পদে মোহাম্মদ আলী, আলী হামজা, শরিফুল ইসলাম ও আব্দুল মালেক। সাধারণ সদস্যের মধ্যে মো. রনি, হাশেম আলী, মিলন হোসেন, সরোয়ার জাহান, সেলিম রেজা, আশরাফুল আলম, ইকবাল মন্ডল, মঈদুল ইসলাম, আবুল কালাম, সাইফুল ইসলাম, রমজান আলী, রবিউল ইসলাম, শহিদুল ইসলাম, তানভির হোসেন তুহিন, নাসির উদ্দিন, আমিনুর রহমান ও সংরক্ষিত মহিলা মনোয়ারা খাতুন প্রার্থিতা প্রত্যাহার করে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা আহাদ মুরাদ বলেন, মূল নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন চেয়ারম্যান ৩৬ জন, সাধারণ সদস্য ১৬৯ জন ও মহিলা পদে ৪৯ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত