Ajker Patrika

সিনেমার জন্য বাংলা শিখছেন, নিথিয়া মেনন

আপডেট : ২৯ জুলাই ২০২২, ০৮: ৩৬
সিনেমার জন্য বাংলা শিখছেন, নিথিয়া মেনন

গত সপ্তাহে খবর প্রকাশ হয়েছিল, বিয়ে করছেন নিথিয়া মেনন। এই সপ্তাহে নিথিয়া নিজেই জানিয়ে দিলেন, তিনি বিয়ে করছেন না। আপাতত বিয়ের কোনো পরিকল্পনাই নেই। সংবাদমাধ্যম বলেছিল ‘বিরতি নিচ্ছেন নিথিয়া’। সে কথা স্বীকার করলেন তিনি। তবে সেটা দীর্ঘ দিনের জন্য নয়। নিথিয়া বলেন, ‘আমি তো বিরতি নিয়েই ক্যারিয়ারটা এগিয়ে নিচ্ছি। কোনো বছরই টানা কাজ করিনি। একটা কাজ করে কম হলেও দুই মাসের বিরতি নিই। এরপর নতুন কিছু নিয়ে ভাবি। এই বিরতি চলছে, চলবে।’

নিথিয়া মেনন২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত কন্নড় ভাষার ‘সেভেন ও’ক্লক’ সিনেমার মাধ্যমে নায়িকা হয়ে পর্দায় অভিষেক নিথিয়ার। এরপর ‘ওস্তাদ হোটেল’, ‘ভিপ্পাম’, ‘হানড্রেড ডেজ অব লাভ’, ‘ও কাডাল কানমানি’সহ বেশ কিছু জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি। বিরতি নিয়ে কাজ করলেও বছরে দুই থেকে তিনটি সিনেমা মুক্তি পায় নিথিয়ার। এই বছর মুক্তি পেয়েছে ‘ভিমলা নায়েক’। আগামীকাল ডিজনি হটস্টারে মুক্তি পাবে ‘১৯ (১)(এ)’। চলতি বছর মুক্তি পেতে পারে আরও দুই সিনেমা।

বেঙ্গালুরুর মেয়ে নিথিয়া এখন বলিউডেও পেয়েছেন পরিচিতি। কন্নড়, মালয়ালাম, তামিল, তেলুগু ভাষায় একাধিক সিনেমায় অভিনয় করার পরে বলিউডে তাঁর শুরু ‘মিশন মঙ্গল’ দিয়ে। এরপর হিন্দি ‘ব্রেথ’ সিরিজে অভিনয় করে পরিচিতি বাড়িয়েছেন তিনি।

নিথিয়া মেনননিথিয়া বলেন, ‘সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করেছি। রিপোর্টিং করতাম। ক্রিয়েটিভ কাজ সব সময়েই ভালো লাগে। সে জন্যই অভিনয়ে আসা। কিন্তু আমার খুব শখ সিনেমা পরিচালনা করার। করোনার সময় স্ক্রিপ্টও লিখেছি। যা কিছু শিখতে ইচ্ছে করে সবই শিখি। আমি এই পৃথিবীতে উড়তে এসেছি, বন্দী থাকতে নয়।’

বিভিন্ন ভাষার প্রতি নিথিয়ার খুব আগ্রহ। নতুন ভাষা রপ্তও করেন খুব তাড়াতাড়ি। এর মধ্যেই ছয়টি ভাষায় তিনি পারদর্শী হয়ে উঠেছেন। নিথিয়া নিজেই বললেন, ‘নতুন ভাষা শিখতে খুব ভালো লাগে। বেশ কয়েকটি ভাষা জানি। এখন মারাঠি আর বাংলা শেখায় মন দিয়েছি। আমার কলকাতার বন্ধুরা বলে, আমাকে দেখলে নাকি বাঙালি মনে হয়। এক বন্ধু বলেছে, “বাংলা ভাষা শিখে কলকাতায় চলে আয়, এখানে সিনেমা নির্মাণ করবি।” তাই বাংলা শিখছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

‘ফের ধর্ষণচেষ্টার ক্ষোভে’ বাবাকে খুন, ৯৯৯-এ কল দিয়ে আটকের অনুরোধ মেয়ের

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

আদালতের বিচারকাজে বাধা দেওয়ায় আইনজীবীর দণ্ড, ক্ষমা চেয়ে পার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত