Ajker Patrika

পদ্মা সংরক্ষণ বাঁধ পরিদর্শনে সালমান এফ রহমান

দোহার (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ১২: ৪১
পদ্মা সংরক্ষণ বাঁধ পরিদর্শনে সালমান এফ রহমান

দোহারে পদ্মা নদীর তীরে সাড়ে ৬ কিলোমিটার সংরক্ষণ বাঁধ প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন ঢাকা-১ আসনের সাংসদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। গতকাল বুধবার সকাল ৯টা থেকে দোহারের নারিশা ইউনিয়ন থেকে ১টা পর্যন্ত তিনি পদ্মানদীতে প্রকল্পের বিভিন্ন স্থান ঘুরে দেখেন।

সালমান এফ রহমান বলেন, ‘দোহারে সব চেয়ে বড় সমস্যা নদী ভাঙন। গত সংসদ নির্বাচনের আগে আমি কথা দিয়েছিলাম দোহারের নদী ভাঙন সমস্যা সমাধান করার। এ জন্য প্রধানমন্ত্রীর কাছে প্রকল্প চাইলে তিনি এ প্রকল্পটি অনুমোদন দেন।

তিনি বলেন, সালমান এফ. রহমান বলেন, শুরুতে যে প্রকল্পটি নিয়েছিলাম সেটি বাস্তবায়ন করতে গিয়ে দেখা গেছে, এর ফলে নদীর গতিপথ পরিবর্তন হয়ে যায়। পরে আবার নতুন করে গবেষণা করতে হয়। এর ফলে শুধু বাঁধ নয়, প্রকল্পের সঙ্গে ড্রেজিংও যুক্ত করা হয়েছে। এর ফলে প্রকল্পের ব্যয় বেড়েছে। এটি বাস্তবায়িত হলে পুরো দোহারের নদী সীমানা বাঁধের আওতায় আসবে। এতে দোহারের প্রতিটি এলাকা নিরাপদ হবে।

এই সময় তাঁর সঙ্গে ছিলেন সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল জাকারিয়া, সিনিয়র সহকারী পুলিশ সুপার জহিরুল ইসলাম প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত