Ajker Patrika

ঝগড়ার জেরে রাস্তায় বেড়া, অবরুদ্ধ পরিবার

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
আপডেট : ১৫ নভেম্বর ২০২১, ২১: ১৭
ঝগড়ার জেরে রাস্তায় বেড়া, অবরুদ্ধ পরিবার

নাটোরের গুরুদাসপুর উপজেলায় বসতবাড়ি থেকে বের হওয়ার একমাত্র রাস্তা বন্ধ করে দিয়ে একটি পরিবারকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। অন্যের বাড়ির ওপর দিয়ে চলাচল করতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন তাঁরা। উপজেলার নাজিরপুর ইউনিয়নের মামুদপুর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইউএনওর কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

সরেজমিন গিয়ে ভুক্তভোগী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ২০ বছর আগে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় বাড়িতে যাওয়া-আসা এবং কৃষকদের জমির ফসল আনা-নেওয়ার জন্য ওই গ্রামের নুরুল ইসলাম ও রুস্তম আলী দেড় হাত করে তিন হাত জমি রাস্তা হিসেবে ব্যবহারের জন্য ছেড়ে দেন। কিন্তু সামান্য বিষয়ে কথা-কাটাকাটি হওয়ায় ওই রাস্তায় টিনের বেড়া দিয়ে যাতায়াতের পথ বন্ধ করে দেন নুরুল ইসলাম। এতে ঘরবন্দী হয়ে পড়েছে মোসলেম উদ্দিনের পরিবার।

ভুক্তভোগী মোসলেম উদ্দিন বলেন, ‘বহু বছর ধরে রাস্তাটি দিয়ে আমরা চলাচল করছি। সম্প্রতি তুচ্ছ ঘটনায় নুরুল ইসলাম ও রুস্তম আলীর সঙ্গে ঝগড়া হয়। পরে তাঁরা চলাচলের একমাত্র পথটি বন্ধ করে দিয়েছেন। এখন অন্যের বাড়ির ওপর দিয়ে চলাচল করতে হচ্ছে।’

অভিযুক্ত নুরুল ইসলাম বলেন, ‘আমার নিজের জায়গা ছেড়ে দিছিলাম তাঁদের যাতায়াতের জন্য। কিন্তু তাঁরা আমাদের নানা কারণে ভয়ভীতি দেখায়, তাই রাস্তা বন্ধ করে দিয়েছি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তমাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, অভিযোগ পেলে সরেজমিন গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত