বিশ্বকাপে সফলতা ব্যর্থতার ওপর নির্ভর করে কোচদের চাকরির স্থায়িত্ব। কেউ কেউ ব্যর্থতার দায় নিয়ে নিজেই সরে পড়েন। কাউকে ছেঁটে ফেলা হয়। তবে এই দুই দলের বাইরেও যে কেউ আছেন তার উদাহরণ ব্রাজিল কোচ তিতে।
২০১৬ সালে যখন ব্রাজিল দলের দায়িত্ব নেন, তখন দুঙ্গার অধীনে ব্রাজিলপ্রায় বিধ্বস্ত। যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকার বিশেষ আয়োজনে গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ে ব্রাজিল। দায়িত্ব নিয়েই জোগো বনিতোর স্লোগান ফিরিয়ে আনেন তিতে। তাঁর অধীনে রাশিয়া বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত গিয়েছিলেন নেইমাররা। তবে ফলের চেয়ে খেলার ধরন নিয়ে খুশি ছিলেন সেলেসাওরা।
ব্রাজিলের বিখ্যাত জোগো বনিতোর ছায়া যে দেখা গিয়েছিল তাঁদের খেলায়। তিতের কোচিংয়েই ঘরের মাঠে নবম কোপা আমেরিকার শিরোপা জেতে ব্রাজিল। ব্রাজিলের ফুটবল ফেডারেশন তিতের প্রতি সন্তুষ্টই। তবু গত ফেব্রুয়ারিতে বিশ্বকাপের পরই দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন তিতে।
বিশ্বকাপের ফল যা-ই হোক, টুর্নামেন্টের পর কোচ হিসেবে থাকবেন না তিতে। তাঁর বিদায় রাঙাতে দারুণ কিছু করতে চান ব্রাজিলিয়ান ফুটবলাররা। কোচ নিয়ে দলের মিডফিল্ডার ফ্রেদ বলেছেন, ‘কিপার থেকে শুরু করে কিটম্যান, সবাইকে সমান সম্মান করেন। এমনকি তাঁর পাশে থাকলে আপনি আনন্দেই থাকবেন।’
কাতার বিশ্বকাপে ব্রাজিল দলে সুযোগ পাওয়ায় তিতের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে উইঙ্গার রাফিনিয়া বলেন, ‘আমাকে দারুণ আত্মবিশ্বাস দিয়েছেন তিতে। এমন কিছু পরামর্শ তিনি আমাকে দিয়েছেন, যেটা সর্বোচ্চ পর্যায়ে ভালো করতে আমাকে সহায়তা করবে।’তিতেকে বাবার সঙ্গে তুলনা করেছেন রিচার্লিসন। কোচের প্রতি মুগ্ধতা প্রকাশ করে ব্রাজিল ফরোয়ার্ড বলেন, ‘তিনি আমাদের বাবার মতো। আমাদের তিনি সব সময়ই উষ্ণতা দিয়ে আগলে রাখেন।
ব্রাজিল ফুটবল সম্পর্কিত জানতে এখানে ক্লিক করুন
তিতেকে যথাযথ সম্মান আর ষষ্ঠ শিরোপা এনে দিতে আজ থেকে মাঠের লড়াই শুরু করছে ব্রাজিল।
বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:
বিশ্বকাপে সফলতা ব্যর্থতার ওপর নির্ভর করে কোচদের চাকরির স্থায়িত্ব। কেউ কেউ ব্যর্থতার দায় নিয়ে নিজেই সরে পড়েন। কাউকে ছেঁটে ফেলা হয়। তবে এই দুই দলের বাইরেও যে কেউ আছেন তার উদাহরণ ব্রাজিল কোচ তিতে।
২০১৬ সালে যখন ব্রাজিল দলের দায়িত্ব নেন, তখন দুঙ্গার অধীনে ব্রাজিলপ্রায় বিধ্বস্ত। যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকার বিশেষ আয়োজনে গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ে ব্রাজিল। দায়িত্ব নিয়েই জোগো বনিতোর স্লোগান ফিরিয়ে আনেন তিতে। তাঁর অধীনে রাশিয়া বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত গিয়েছিলেন নেইমাররা। তবে ফলের চেয়ে খেলার ধরন নিয়ে খুশি ছিলেন সেলেসাওরা।
ব্রাজিলের বিখ্যাত জোগো বনিতোর ছায়া যে দেখা গিয়েছিল তাঁদের খেলায়। তিতের কোচিংয়েই ঘরের মাঠে নবম কোপা আমেরিকার শিরোপা জেতে ব্রাজিল। ব্রাজিলের ফুটবল ফেডারেশন তিতের প্রতি সন্তুষ্টই। তবু গত ফেব্রুয়ারিতে বিশ্বকাপের পরই দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন তিতে।
বিশ্বকাপের ফল যা-ই হোক, টুর্নামেন্টের পর কোচ হিসেবে থাকবেন না তিতে। তাঁর বিদায় রাঙাতে দারুণ কিছু করতে চান ব্রাজিলিয়ান ফুটবলাররা। কোচ নিয়ে দলের মিডফিল্ডার ফ্রেদ বলেছেন, ‘কিপার থেকে শুরু করে কিটম্যান, সবাইকে সমান সম্মান করেন। এমনকি তাঁর পাশে থাকলে আপনি আনন্দেই থাকবেন।’
কাতার বিশ্বকাপে ব্রাজিল দলে সুযোগ পাওয়ায় তিতের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে উইঙ্গার রাফিনিয়া বলেন, ‘আমাকে দারুণ আত্মবিশ্বাস দিয়েছেন তিতে। এমন কিছু পরামর্শ তিনি আমাকে দিয়েছেন, যেটা সর্বোচ্চ পর্যায়ে ভালো করতে আমাকে সহায়তা করবে।’তিতেকে বাবার সঙ্গে তুলনা করেছেন রিচার্লিসন। কোচের প্রতি মুগ্ধতা প্রকাশ করে ব্রাজিল ফরোয়ার্ড বলেন, ‘তিনি আমাদের বাবার মতো। আমাদের তিনি সব সময়ই উষ্ণতা দিয়ে আগলে রাখেন।
ব্রাজিল ফুটবল সম্পর্কিত জানতে এখানে ক্লিক করুন
তিতেকে যথাযথ সম্মান আর ষষ্ঠ শিরোপা এনে দিতে আজ থেকে মাঠের লড়াই শুরু করছে ব্রাজিল।
বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪