Ajker Patrika

আমন ও বোরোর মাঝে সরিষা চাষ, লাভবান কৃষক

মনিরুল ইসলাম মনির, মতলব উত্তর (চাঁদপুর)
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২২, ১০: ১৪
আমন ও বোরোর মাঝে সরিষা চাষ, লাভবান কৃষক

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় আগে আমন ধান কাটার পর বোরো রোপণের আগ পর্যন্ত জমি পড়ে থাকত। তবে ভোজ্যতেলের দাম বাড়ায় উপজেলায় বাড়তি ফসল হিসেবে সরিষা চাষ জনপ্রিয় হয়ে উঠেছে। এবার আবহাওয়া অনুকূলে থাকায় সরিষার বাম্পার ফলন হয়েছে। এতে খুশি কৃষক।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, দেশে প্রতিবছর ৩০ হাজার কোটি টাকার ভোজ্যতেল আমদানি করতে হয়। এ কারণে দেশের ভোজ্যতেলের চাহিদা পূরণ ও আমদানি-নির্ভরতা কমাতে সরকার তেলজাতীয় ফসলের চাষ বৃদ্ধির জন্য একটি প্রকল্প হাতে নিয়েছে। গত বছরের ফেব্রুয়ারি মাস থেকে এই প্রকল্প চালু করা হয়েছে। তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প মতলব উত্তরে প্রাথমিকভাবে শুরু হয়েছে। এ জন্য কৃষকদের বিনা মূল্যে সার ও বীজ সরবরাহ করা হয়েছে।

প্রকল্পের আওতাভুক্ত কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, আমন ধানের পর সরিষা আবাদের পর অনায়াসে বোরো ধান চাষ করা সম্ভব। মধ্যবর্তী সময়ে সরিষা আবাদের কারণে জমির উর্বরতা শক্তি বৃদ্ধি পায়; পাশাপাশি ক্ষতিকর রোগ-বালাই দমনেও তা কার্যকর ভূমিকা রাখে।

মতলব উত্তর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের কৃষক জয়নাল আবেদীন বলেন, ‘আমি কৃষি বিভাগের পরামর্শে ৫০ শতাংশ জমিতে সরিষার আবাদ করেছি। আগে তো জমিগুলো আমন আবাদের পর খালি পড়ি থাকত। এখন আবাদ করেছি। ফলন ভালো হইছে।’

কৃষ্ণপুর এলাকার কবির হোসেন বলেন, ‘আমি বারি সরিষা-১৪ জাতের চাষ করেছি। ভালো ফলন হয়েছে। নিজের আবাদ করা সরিষার তেল খেতে পারব। পাশাপাশি অতিরিক্ত সরিষা বাজারে বিক্রি করে কিছু টাকাও পাওয়া যাবে।’

মধ্য ইসলামাবাদ গ্রামের কৃষক মাসুদ মিয়াজী বলেন, ‘কৃষি অফিসের সহযোগিতায় এবার এক একর জমিতে সরিষা লাগিয়েছিলাম। ফলন ভালো হয়েছে। বাজারে সরিষার দামও ভালো।’

মতলব উত্তর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. পাভেল খান পাপ্পু বলেন, এই অঞ্চলে আমন ধান কাটার বোরো লাগানোর আগ পর্যন্ত জমিগুলো অনাবাদি পড়ে থাকে। এ সময় প্রকল্পের মাধ্যমে এই অঞ্চলের জমিগুলো চাষের আওতায় আনা হয়েছে। তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে তেলের ঘাটতি পূরণ ও বৈদেশিক নির্ভরতা কমানোর প্রচেষ্টা চালানো হচ্ছে।

মতলব উত্তর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন বলেন, সরিষা চাষ জমির জন্য অত্যন্ত উপকারী। সরিষা মাটি থেকে ধানের নিচের লেভেলের খাদ্য গ্রহণ করে। সরিষার আবাদের ফলে জমিতে বাতাস চলাচল বৃদ্ধি পায়। ধান কাটার পর ধানগাছের পড়ে থাকা গুঁড়িতে অনেক রোগজীবাণু বাসা বাঁধে, যা পরবর্তী ফসলের ক্ষতি করে। কিন্তু সরিষার আবাদের ফলে জমিতে থাকা রোগজীবাণু ধ্বংস হয়ে যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

যুক্তরাষ্ট্র-চীন সমঝোতায় এক দিনে ১০০ ডলার কমল সোনার দাম

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

টাকা চুরি করতে দেখে ফেলায় দুই খালাকে হত্যা করে কিশোর: ডিবি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত