Ajker Patrika

আমাদের অবস্থা হবে জিম্বাবুয়ের মতো

সারোয়ার ইমরান, জাতীয় দলের সাবেক কোচ
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১৩: ২২
আমাদের অবস্থা হবে জিম্বাবুয়ের মতো

আমরা তিন দিনেও ম্যাচ বাঁচাতে পারি না! এভাবে চলতে থাকলে আমাদের অবস্থা হবে জিম্বাবুয়ের মতো। এটা (পাকিস্তানের বিপক্ষে আড়াই দিন খেলেও ইনিংস হার) আসলে অনেক দিনের ফল।

প্রিমিয়ার লিগ, জাতীয় লিগ বলুন—জৌলুশ নষ্ট হয়ে গেছে। এ জন্য দায়ী বিতর্কিত আম্পায়ারিং। আগে ঢাকার লিগগুলোয় অনেক খেলোয়াড় খেলত। পাঁচ হাজার টাকা দিয়ে এন্ট্রি ফি দিয়ে যে কেউ খেলকে পারত। এখন সেই ব্যবস্থা নেই। অস্ট্রেলিয়া-ইংল্যান্ডে ক্রিকেটে আগ্রহী দলের জন্য অনেক কাজ করে, খরচ করে। আমাদের এই সমস্যা নেই। আমাদের লাখ লাখ ক্রিকেটার। আমাদের দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির ক্রিকেট খেলাগুলো পাপমুক্ত, দোষমুক্ত রাখা উচিত ছিল। কিন্ত আমরা সব নষ্ট করে ফেলেছি।

আপনি যখন একটা দল গঠন করবেন, তখন চেইনটা শক্তিশালী হতে হবে। আমাদের চেইন পুরোপুরি ছিঁড়ে গেছে! রাসেল ডমিঙ্গো প্রধান কোচ হিসেবে কাজ করছে দলে। তার ওপর আবার একজন টিম ডিরেক্টর রাখা হয়েছে। এই জিনিসগুলো ঠিকভাবে হয়নি। সবকিছুতেই মিডিয়াতে একজন কোচকে যেভাবে পচানো হচ্ছে, সেটাও ঠিক নয়। আমি জানি না সে বা অন্যরা কতটুকু দোষী। আমার মনে হয় না এভাবে কাউকে পচালে সেটা দলের জন্য ভালো হবে।

এই চেইন জোড়া লাগাতে মোটামুটি সময় লাগবে। এভাবে চলতে থাকলে অদূর ভবিষ্যতে আমরা আরও বাজে অবস্থায় চলে যাব। গত কয়েক বছরে যা অর্জন করেছি, সেটা ম্লান হয়ে যাবে। এখন সাকিব ছুটিতে গেল, মাহমুদউল্লাহ অবসর নিয়েছে (টেস্ট থেকে), তামিম খেলছে না, মাশরাফি নেই। তখন সবাই বলেছিল, আমাদের পাইপলাইন অনেক শক্তিশালী।

আমরা বৃষ্টির মৌসুমে এসে একটা হাইপারফরম্যান্স (এইচপি) প্রোগ্রাম করি। এইচপি দল কোথাও যায় না; নিজেরা নিজেরা খেলে। এভাবে আমরা টুর্নামেন্ট খেলি যেটা বিসিবি নির্ধারণ করে দেয়। আগে আমাদের ক্রিকেটাররা আবাহনী-মোহামেডানে চাপের মধ্যে খেলত। এখন খেলোয়াড়েরা চাপ নিতে পারে না কেন? পেসারদের কথা যদি বলি, ১০-১৫ বছর আগের চেয়েও এখন আমাদের পেস বোলিং অনেক খারাপ জায়গায় আছে।

এখান থেকে বের হওয়ার উপায় হচ্ছে ভালো এবং মানসম্মত কোচ নিয়োগ দেওয়া। যারা বয়সভিত্তিক থেকে খেলোয়াড় তৈরিতে কাজ করবে। এভাবে ধাপে ধাপে যেতে হবে। শীর্ষ পর্যায়ে কোচিং অনেক কঠিন। খেলোয়াড় তৈরি করাটাও কঠিন। আমাদের অনেক কিছুতেই সমস্যা আছে। ক্রিকেট বোর্ডের একটা আলাদা কোচিং বিভাগ করা উচিত। আমাদের গেম এডুকেশন ডিপার্টমেন্ট বন্ধ আছে। এটা চালু করতে হবে। ঘরোয়া ক্রিকেটের মান বাড়াতে হবে। আম্পায়ারিংয়ের মান বাড়াতে হবে। ঘরোয়া ক্রিকেটের উইকেট ঠিক করতে হবে। আমরা অনেক সময় একাদশে দুজন পেস বোলারও খেলাই না। এর কারণ, উইকেট। আমাদের দেশে ভালো উইকেট হবে না, এই অজুহাত দেওয়া যাবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

আমরা দখল করি লঞ্চঘাট-বাসস্ট্যান্ড, জামায়াত করে বিশ্ববিদ্যালয়: আলতাফ হোসেন চৌধুরী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত