Ajker Patrika

মিস্টার অ্যান্ড মিসেস কাপুর

আপডেট : ১৬ এপ্রিল ২০২২, ১১: ৫৫
মিস্টার অ্যান্ড মিসেস কাপুর

নতুন জীবন শুরু হলো রণবীর কাপুর ও আলিয়া ভাটের। এখন তাঁরা মিস্টার অ্যান্ড মিসেস কাপুর। বলিউডের নতুন তারকা দম্পতি। তাঁদের প্রায় ৫ বছরের সম্পর্ক নতুন মোড় নিল বৃহস্পতিবার।

চাইল্ডহুড ক্রাশকে বিয়ে
অয়ন মুখার্জির পরিচালনায় ‘ব্রহ্মাস্ত্র’র শুটিংয়ের সময় বুলগেরিয়ায় তাঁদের প্রেমের শুরু। তবে এই গল্পের শুরু আরও আগে থেকে। আলিয়ার যখন এগারো বছর বয়স, তখন থেকেই রণবীরের প্রতি ক্রাশ ছিল তাঁর। ‘ব্ল্যাক’-সিনেমার অডিশন দিতে গিয়েছিলেন আলিয়া। রণবীর তখন বনশালীর সহযোগী। রণবীরকে দেখেই নাকি আলিয়ার মনে হয়েছিল, ‘আমি একেই বিয়ে করতে চাই।’ ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমার প্রচারের সময় আলিয়া বলেছিলেন, ‘আমি সব সময় রণবীরকে ভালোবাসি। সে আমার জীবনের সবচেয়ে বড় ক্রাশ।’ বিভিন্ন সময়ে এমন কথা অনেক জায়গায় বলেছেন আলিয়া।

প্রেমে ভেসেছেন
২০১৮ সালের মে মাসে সোনম কাপুরের বিয়েতে প্রথম হাত ধরে প্রকাশ্যে আসেন রণবীর-আলিয়া। ‘গাঙ্গুবাই কাথিয়াওয়ারি’ সিনেমার প্রচারের সময় আলিয়া জানিয়েছিলেন, রণবীরের সঙ্গে সম্পর্কে তিনি আশ্রয় খুঁজে পেয়েছেন, শান্তি খুঁজে পেয়েছেন। আরেক সাক্ষাৎকারে ওই সময় রণবীর বলেন, ‘একজন অভিনেত্রী হিসেবে, ব্যক্তি হিসেবে আলিয়া সঠিক পথে এগোচ্ছে। আমাদের সম্পর্কটি নতুন, সবকিছু বলার জন্য তাই আমাদের একটু সময় দিন।’ রণবীরের পারিবারিক অনুষ্ঠানে আলিয়াকে নিয়মিতই পাওয়া যেত।

বাড়িতেই সাত পাক
কাছাকাছি সময়ে রণবীর-দীপিকা, ভিকি-ক্যাটরিনা, রাজকুমার-পত্রলেখার মতো তারকা দম্পতির বিয়ে হয়েছে বড় আয়োজন করে। রণবীর-আলিয়া সে পথে হাঁটেননি। বান্দ্রায় রণবীরের বাড়ি ‘বাস্তু’তে সাত পাক ঘুরলেন এই জুটি। তারকাদের বিয়ের ক্ষেত্রে এমনটা বেশ ব্যতিক্রম।

পারিবারিক ঐতিহ্য
২০২২ সালের শুরু থেকেই আলিয়া-রণবীরের বিয়ের গুঞ্জন শুরু হয়। শুরুতে রটেছিল, কাপুরদের আরকে স্টুডিওতে বিয়ে হবে ঋষি-নীতুর মতোই। কিন্তু পরে দেখা গেল, বান্দ্রায় নিজের বাড়ি ‘বাস্তু’তেই বিয়ে সারলেন রণবীর। বিয়ে উপলক্ষে পৈতৃক বাড়ি, চেম্বুরের আরকে স্টুডিওতেও একটি বড়সড় পূজা হবে বলে জানা গিয়েছে।

ছিমছাম, তবু রাজকীয়
বিয়ের সময় রণবীরের পরনে ছিল অফ হোয়াইট রঙের পাঞ্জাবি আর পায়জামা, মাথায় পাগড়ি। আর সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা অফ হোয়াইট শাড়িতে কনেবেশে আলিয়া হয়ে উঠেছিলেন যেন কোনো স্বপ্নসুন্দরী। সাদামাটা আর ঘরোয়াভাবেই বিয়েটা করেছেন তাঁরা। আজ আলিয়া আর রণবীর এক গ্র্যান্ড রিসেপশনের আয়োজন করবেন বলে জানা গেছে। মুম্বাইয়ের তাজ মহল প্যালেস বা সান্তা ক্রুজের গ্র্যান্ড হায়াতে এই রিসেপশন হতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত