Ajker Patrika

হঠাৎ বেড়েছে ছিনতাই, আতঙ্ক

মাইনউদ্দিন শাহেদ, কক্সবাজার
আপডেট : ১০ মার্চ ২০২২, ১৩: ১৫
হঠাৎ বেড়েছে ছিনতাই, আতঙ্ক

পর্যটন শহর কক্সবাজারে হঠাৎ ছিনতাই ও চুরি বেড়েছে। এই অবস্থায় শহরবাসী ও পর্যটন উদ্যোক্তারা আতঙ্কিত হয়ে পড়েছেন। গত কয়েক দিনে শহরেই অন্তত ২০টি ছোট-বড় ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এর মধ্যে ছিনতাইয়ে বাধা পেয়ে এক ইজিবাইকচালককে খুন করা হয়েছে। এ সময়ে আইনজীবী, কারারক্ষী, এনজিও কর্মীসহ বেশ কয়েকজন ছুরিকাঘাত ও মারধরে আহত হয়েছেন।

গত ১৫ দিনের কয়েকটি ছিনতাইয়ের ঘটনা প্রকাশ্যে এসেছে। এতে উদ্বেগে রয়েছে শহরবাসী। ৬ মার্চ পর্যটন জোন এলাকার হোটেল-মোটেল, গেস্টহাউস অফিসার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পর্যটকদের নিরাপত্তা চেয়ে জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপিও দেওয়া হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, গত এক মাসের মধ্যে ছিনতাই, চুরি, কিশোর গ্যাংয়ে জড়িত থাকার অভিযোগে অন্তত ১০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার রাত থেকে পুলিশকে শহরের অলিগলিতে টহল জোরদার করতে দেখা গেছে।

সংশ্লিষ্টরা বলছেন, ছিনতাইকারীরা সুযোগ বুঝেই শহরের অলিগলিতে মোটরসাইকেল, ইজিবাইক, অটোরিকশা নিয়ে পথচারী ও পর্যটকদের ওপর ঝাঁপিয়ে পড়ছে। অস্ত্র ও ছোরা হাতে নিতে টার্গেট মতো তারা টাকা, মোবাইল ফোন, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিচ্ছে। বাধা পেলেই ছুরিকাঘাত ও মারধর করছে।

ভুক্তভোগী কয়েকজন জানান, শহরের বৌদ্ধমন্দির সড়ক, বার্মিজ মার্কেট, কোর্ট বিল্ডিং চত্বর, জাম্বুর মোড়, সার্কিট হাউস মোড়, বাস টার্মিনাল, কলাতলীর উত্তরণ-সংলগ্ন এলাকা, ডায়াবেটিক পয়েন্ট, বাহারছড়ার গোলচত্বর, শহরের হাসপাতাল সড়ক, গোলদীঘির পাড়, মোহাজের পাড়া, ঘোনারপাড়া, বৈদ্যেরঘোনা, বিজিবি ক্যাম্প এলাকাসহ বেশ কয়েকটি এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

গত মঙ্গলবার সন্ধ্যায় শহরের বাস টার্মিনাল থেকে অটোরিকশায় করে জেলা আইনজীবী ভবনে আসার পথে বাইপাস সড়কের উত্তরণ এলাকায় ছিনতাইয়ের শিকার হন আইনজীবী মো. রেজাউল করিম। ছিনতাইকারীর দল যাত্রীবেশে অটোরিকশায় উঠে তাঁর পেটে ও পিঠে ছুরিকাঘাত করে সর্বস্ব ছিনিয়ে নেয়।

এর আগের দিন ২৮ ফেব্রুয়ারি ভোরে হাসপাতাল সড়কে রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মী প্রিয়তোষ বেদজ্ঞ ছিনতাইয়ের কবলে পড়েন। দুই যুবক ছুরির ভয় দেখিয়ে তাঁর মোবাইল, টাকাপয়সাসহ সর্বস্ব ছিনিয়ে নেয়। ২৬ ফেব্রুয়ারি রাত পৌনে ১০টায় শহরের মোহাজের পাড়া এলাকায় ছিনতাইয়ের শিকার হন আরেক এনজিও কর্মী কৃষ্ণা দাশ। ছিনতাইকারীরা তাঁকে ছোরা ধরে মোবাইল ফোন, স্বর্ণের চেইন ও কানের দুল ছিনিয়ে নেয়। এ সময় বাধা পেয়ে ছিনতাইকারীরা তাঁকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

২৫ ফেব্রুয়ারি রাতে একদল ছিনতাইকারী ওয়ায়েজ নামের এক ইজিবাইকচালককে ছিনতাইয়ে বাধা পেয়ে খুন করেছে। শহরের সমিতিপাড়া থেকে উখিয়ার মরিচ্যা এলাকায় ছিনতাইকারীর দল ইজিবাইকটি ভাড়া নিয়ে যাচ্ছিল। পথিমধ্যে রামুর খুনিয়াপালং এলাকায় ওয়ায়েজকে খুন করে ইজিবাইকটি ছিনতাই করে।

গত ২০ জানুয়ারি রাতে কক্সবাজার পুলিশ লাইনস এলাকার ফাঁকা রাস্তায় ছিনতাই ও ছুরিকাঘাতের শিকার হন জেলা কারাগারের কারারক্ষী মোবাশ্বের বারী। এ ঘটনায় তিনি কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করেছেন। তিনি বলেন, ছিনতাইকারীরা তাঁর মোবাইল ও টাকা লুট করেছে। ছুরিকাঘাতে আহত হয়ে চিকিৎসা বাবদ তাঁর আরও দেড় লাখ টাকা খরচ হয়েছে।

কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর স্পেশাল পিপি একরামুল হুদা বলেন, সম্প্রতি কক্সবাজার শহরে ছিনতাই উদ্বেগজনক হারে বেড়েছে। এতে শহরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও পর্যটকেরা ছিনতাইয়ের শিকার হচ্ছে। কয়েক দিন আগে তাঁর দশম শ্রেণি পড়ুয়া ছেলে সকাল সাতটায় বৌদ্ধমন্দির সড়কে ছিনতাইয়ের শিকার হয়েছে বলে জানান তিনি।

কক্সবাজার হোটেল-মোটেল ও গেস্টহাউস অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কলিম উল্লাহ বলেন, করোনা সংক্রমণের বিধিনিষেধ উঠে যাওয়ার পর কক্সবাজারে পর্যটকের সংখ্যা আশানুরূপ বেড়েছে। পর্যটক আসায় শহরের পাঁচ শতাধিক হোটেল-মোটেল, কয়েক শ রেস্তোরাঁ, মার্কেটে বেচাবিক্রি বেড়েছে। কিন্তু ছিনতাই ও বখাটের উৎপাতে পর্যটকেরা নিরাপত্তাহীনতা পড়েছেন।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গীয়াস বলেন, গত মঙ্গলবার রাতে বিশেষ অভিযান চালিয়ে ছোরা, মুখোশসহ ৯ ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে কক্সবাজার র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৫ শহর ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে কয়েকজন ছিনতাইকারীকে আটক করেছে।

কক্সবাজার র‍্যাব-১৫ এর অধিনায়ক মোহাম্মদ খায়রুল ইসলাম সরকার বলেন, গত মঙ্গলবার ভোরে ছিনতাই করা একটি ইজিবাইকসহ ছয়জন ছিনতাইকারীকে আটক করা হয়েছে। এর আগে শনিবার কক্সবাজার শহরের পাহাড়তলী থেকে কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্য এবং ১ মার্চ ইজিবাইকচালক ওয়ায়েজ হত্যায় জড়িত চার ছিনতাইকারীকে আটক করা হয়। ছিনতাই, ডাকাতি, মাদক পাচার রোধসহ বিভিন্ন অপরাধ দমনে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তান সেনাবাহিনীকে ‘প্রতিশোধমূলক পদক্ষেপের’ নির্দেশ

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত