Ajker Patrika

খোলাবাজারে পণ্য বিক্রির দাবি

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১১ অক্টোবর ২০২১, ১৪: ১৪
খোলাবাজারে পণ্য বিক্রির দাবি

বাজারে চাল, ডাল, সয়াবিন তেল, পেঁয়াজসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে। এতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের প্রতিটি মানুষ। গতকাল রোববার পাকুন্দিয়া পৌরসভার বাজারে কথা হয় কয়েকজন নিম্ন আয়ের মানুষের সঙ্গে। জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় তাঁদের সবাই হতাশা প্রকাশ করেছেন। তাঁদের দাবি টিসিবির মাধ্যমে খোলাবাজারে পণ্য বিক্রি শুরু করা হোক।

পাকুন্দিয়া পৌর শহরে জুতা সেলাইয়ের কাজ করেন রুপলাল রবিদাস। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘তিনডা পোলাপাইন (ছেলেমেয়ে) পড়ালেখা করে। আমি আর বউ মিলে পাঁচজনের সংসার। সারা দিন যে ট্যাহা কামাই করি, তা দিয়েই কোনোমতে চলে সংসার। জিনিসের দাম যেমনে বাড়তাছে, রোজগার তেমনে বাড়ে নাই। কী করব। পেট আছে, খাওন তো লাগব।’

নাম প্রকাশ না করার শর্তে ফুটপাতের এক দোকানি বলেন, গত দুই বছর ধরে করোনা মহামারি চলছে। এ সময় দোকান নিয়ে বসলেও তেমন একটা আয়-রোজগার হয়নি। সরকারি কিছু ত্রাণ ও সামান্য আয় দিয়ে কোনো রকমে দিন পার করছেন। কিন্তু এখন লকডাউন না থাকলেও নিত্যপ্রয়োজনীয় চাল, ডাল, তেল, পেঁয়াজের বাজার চড়া। প্রতিদিনই বাড়ছে নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের দাম। কিন্তু সেভাবে রোজগার বাড়েনি। সারা দিন কাজ করে যে টাকা পাওয়া যায় তা দিয়ে বাজার-সদাই আর সন্তানদের পড়ালেখা করাতে হিমশিম খেতে হচ্ছে তাঁকে।

কথা হয় সোহেল মিয়া নামের এক রিকশাচালকের সঙ্গে। তিনি বলেন ‘চাল, ডাল, পেঁয়াজ, রসুন, ব্রয়লার মুরগি, কাঁচাবাজারসহ সবকিছুর দামই বাড়া। এত দিন খোলাবাজার থেকে ৩০ টাকা কেজি দরে মোটা চাল কিনেছি। এখন এটাও বন্ধ হয়ে গেছে। কীভাবে কী করব, বুঝতে পারছি না। তাই খোলাবাজারে চাল, তেল, ডাল, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় কিছু পণ্যের বিক্রির ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের কাছে দাবি জানাই।’

এ ব্যাপারে জানতে চাইলে, পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরী বলেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম সহনীয় রাখতে শিগগিরই বাজারে অভিযান চালানো হবে। তা ছাড়া প্রতিটি ইউনিয়নে টিসিবি কার্যক্রম চলমান রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত