যাঁরা দক্ষিণের সিনেমা নিয়মিত দেখেন, তাঁরা আনিখাকে ভালোই চিনবেন। পুরো নাম আনিখা সুরেন্দ্রন। অভিনয় করেছেন ‘ভাস্কর দ্য রাস্কাল’, ‘গ্রেট ফাদার’, ‘বিশ্বাম’, ‘ইয়েনাই অরিন্ধল’-এর মতো ব্লকবাস্টার সিনেমায়। ছোট্ট আনিখাকে শিশুশিল্পী হিসেবে পাওয়া গেছে মামুত্তি, মোহনলাল, অজিত কুমার, পৃথ্বীরাজ, বিজয় সেতুপতিসহ অনেক তারকার সিনেমায়। আনিখার বয়স এখন ১৭, সিনেমায় আছেন ১৫ বছর। ২ বছর বয়সে প্রথম ‘ছোট্টা মুম্বাই’ সিনেমায় পাওয়া যায় তাঁকে, নায়ক মোহনলালের নবজাত কন্যার চরিত্রে। চরিত্রের কোনো নাম ছিল না। ২০১০ সাল থেকে নিয়মিত শিশুচরিত্রে অভিনয় করেছেন। এবার তিনি আসছেন নায়িকা হয়ে।
কেরালায় জন্ম নেওয়া আনিখা মালয়ালম ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি কাজ করেছেন। নায়িকা আনিখার প্রথম সিনেমা ‘ওহ মাই ডার্লিং’-এর প্রথম লুক প্রকাশ হয়েছে। দক্ষিণের প্রায় সব তারকা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে শুভকামনা জানিয়েছেন তাঁকে। রোমান্টিক-কমেডি এই সিনেমা পরিচালনা করছেন আলফ্রেড স্যামুয়েল। আনিখা বলেন, ‘সিনেমাটি খুব বড় বাজেটের নয়, তবে সুন্দর গল্পের। দর্শক কেবল নতুন নায়িকাই নয়, একটা ভালো গল্প দেখতে আসবেন।’
আনিখাকে এখন নিয়মিতই তামিল সিনেমায় দেখা যাচ্ছে। সেখানেও শিশুশিল্পীর সীমানা ডিঙিয়ে নায়িকা হয়ে আসছেন তিনি। আনিখা বলেন, ‘দুই-তিন বছর ধরেই নায়িকা হওয়ার প্রস্তাব পাচ্ছিলাম। পরিবার চাচ্ছিল আরও কিছুটা সময় নিই। বিরতিও নিতে চেয়েছিলাম। কিন্তু এই সিনেমার গল্পটা এতই পছন্দ হয়েছে যে না করতে পারিনি। ইন্ডাস্ট্রির অনেককেই গল্পটা শুনিয়েছি, তাঁরা বলেছেন আমার যে বয়স, একদম এই বয়সেরই চরিত্র এটা। তাই এবার সম্মতি জানিয়ে দিলাম।’
যাঁরা দক্ষিণের সিনেমা নিয়মিত দেখেন, তাঁরা আনিখাকে ভালোই চিনবেন। পুরো নাম আনিখা সুরেন্দ্রন। অভিনয় করেছেন ‘ভাস্কর দ্য রাস্কাল’, ‘গ্রেট ফাদার’, ‘বিশ্বাম’, ‘ইয়েনাই অরিন্ধল’-এর মতো ব্লকবাস্টার সিনেমায়। ছোট্ট আনিখাকে শিশুশিল্পী হিসেবে পাওয়া গেছে মামুত্তি, মোহনলাল, অজিত কুমার, পৃথ্বীরাজ, বিজয় সেতুপতিসহ অনেক তারকার সিনেমায়। আনিখার বয়স এখন ১৭, সিনেমায় আছেন ১৫ বছর। ২ বছর বয়সে প্রথম ‘ছোট্টা মুম্বাই’ সিনেমায় পাওয়া যায় তাঁকে, নায়ক মোহনলালের নবজাত কন্যার চরিত্রে। চরিত্রের কোনো নাম ছিল না। ২০১০ সাল থেকে নিয়মিত শিশুচরিত্রে অভিনয় করেছেন। এবার তিনি আসছেন নায়িকা হয়ে।
কেরালায় জন্ম নেওয়া আনিখা মালয়ালম ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি কাজ করেছেন। নায়িকা আনিখার প্রথম সিনেমা ‘ওহ মাই ডার্লিং’-এর প্রথম লুক প্রকাশ হয়েছে। দক্ষিণের প্রায় সব তারকা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে শুভকামনা জানিয়েছেন তাঁকে। রোমান্টিক-কমেডি এই সিনেমা পরিচালনা করছেন আলফ্রেড স্যামুয়েল। আনিখা বলেন, ‘সিনেমাটি খুব বড় বাজেটের নয়, তবে সুন্দর গল্পের। দর্শক কেবল নতুন নায়িকাই নয়, একটা ভালো গল্প দেখতে আসবেন।’
আনিখাকে এখন নিয়মিতই তামিল সিনেমায় দেখা যাচ্ছে। সেখানেও শিশুশিল্পীর সীমানা ডিঙিয়ে নায়িকা হয়ে আসছেন তিনি। আনিখা বলেন, ‘দুই-তিন বছর ধরেই নায়িকা হওয়ার প্রস্তাব পাচ্ছিলাম। পরিবার চাচ্ছিল আরও কিছুটা সময় নিই। বিরতিও নিতে চেয়েছিলাম। কিন্তু এই সিনেমার গল্পটা এতই পছন্দ হয়েছে যে না করতে পারিনি। ইন্ডাস্ট্রির অনেককেই গল্পটা শুনিয়েছি, তাঁরা বলেছেন আমার যে বয়স, একদম এই বয়সেরই চরিত্র এটা। তাই এবার সম্মতি জানিয়ে দিলাম।’
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
২০ ঘণ্টা আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
২১ ঘণ্টা আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
১ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫