Ajker Patrika

১৭ দিনে পাঁচবার বরজে আগুন

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ১৫: ৫৬
১৭ দিনে পাঁচবার বরজে আগুন

ঝিনাইদহের কোটচাঁদপুরে ১৭ দিনের মধ্যে পাঁচবার পানের বরজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১৫ পানচাষির প্রায় ১৯ বিঘা পানের বরজ ক্ষতিগ্রস্ত হয়েছে। চাষিদের দাবি, আগুনে তাঁদের ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনা থানায় কোনো মামলা হয়নি বলে জানিয়েছেন কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঈন উদ্দিন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার বেলা ২টার দিকে উপজেলার জালালপুর গ্রামে নাপ্তির ভিটা মাঠে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১০ পান চাষির ১৫ বিঘা বরজ পুড়ে যায়।

জানা গেছে, গত ২৮ জানুয়ারি নাপ্তির ভিটা মাঠের একটি পানের বরজে আগুন লাগার ঘটনা ঘটে। এরপর আগুন লাগে ৩১ জানুয়ারি। ৭ ও ৯ ফেব্রুয়ারি আবারও আগুন লাগে পানের বরজে। একই ভাবে পুড়ে যায় পানের বরজ। এদিকে, ১৭ দিনের ব্যবধানে পাঁচবার পানের বরজে আগুন লাগার ঘটনা ঘটায় গ্রামটিতে এখন আগুন আতঙ্ক বিরাজ করছে।

ভুক্তভোগী কয়েকজন পানচাষি জানান, কয়েক দিনের ব্যবধানে পাঁচবার আগুন লাগার ঘটনা ঘটল। এতে করে তাঁরা পান চাষের আগ্রহ হারিয়ে ফেলছেন। প্রায় চাষি কোনো না, কোনো ব্যাংক বা এনজিও থেকে ঋণ করে পানের বরজ করেছেন। এভাবে বরজ পুড়ে গেলে পুঁজি হারিয়ে যাবে। পরে ঋণ শোধ করতে না পেরে তাঁরা দেউলিয়া হয়ে যাবেন।

চাষিরা বলেন, শনিবার ২টার দিকে জালালপুর গ্রামে নাপ্তির ভিটা মাঠে আগুনের সূত্রপাত ঘটে। খবর ছড়িয়ে পড়লে গ্রামের লোকজন ছুটে আসেন মাঠে। চেষ্টা করেন আগুন নিয়ন্ত্রণে আনার। কিন্তু আগুনের তাপ এবং বাতাস থাকায় লোকজন পানের বরজের ভেতরে ঢুকতে পারেননি। এ কারণে একে একে পুড়ে যায় চাষিদের ১৫ বিঘা বরজ।

এ বিষয়ে কোটচাঁদপুর ফায়ার সার্ভিসের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বাকিবিল্লা জানান, খবর পেয়ে দ্রুত তাঁরা ঘটনাস্থলে ছুটে যান। ঘণ্টাখানেক সময় কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে পুড়ে যায় চাষিদের ১৫ বিঘার মতো পানের বরজ। আগুনে চাষিদের ৭ থেকে ৮ লাখ টাকার ক্ষতি হতে পারে।

বরজে আগুন লাগা প্রসঙ্গে কোটচাঁদপুর উপজেলা কৃষি কর্মকর্তা মহাসিন আলী বলেন, ‘এর আগেও আগুন লাগার ঘটনা ঘটেছে। আমি ঘটনাস্থলে গিয়েছি। দেখে মনে হয়েছে, এটা অনেকটা প্রতিহিংসা বশত করা হয়েছে।’

এ বিষয়ে কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঈন উদ্দিন জানান, বেশ কয়েকটি আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে আজ পর্যন্ত কোনো ঘটনার অভিযোগ হয়নি থানায়। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআইপ্রধান

সাবেক ‘র’-এর প্রধানের নেতৃত্বে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পরিষদ পুনর্গঠন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত