Ajker Patrika

৩ ইউপিতে পাঁচ বিদ্রোহী

আনোয়ার সাদাৎ ইমরান, মধুপুর
আপডেট : ০৫ নভেম্বর ২০২১, ১৮: ২৫
৩ ইউপিতে পাঁচ বিদ্রোহী

মধুপুরের তিন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগের পাঁচ নেতা। আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে মনোনয়নপত্র জমা দেওয়ায় এই পাঁচ নেতার ভাগ্যে জুটতে পারে বহিষ্কারাদেশ।

দলের সিদ্ধান্ত অমান্য করে মির্জাবাড়ী ইউপিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন ওই ইউপির বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের নেতা মো. শাহজাহান আলী তালুকদার ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাহার আলী। গোলাবাড়ী ইউপিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন মধুপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. মজিবর রহমান। আলোকদিয়া ইউপিতে জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা মমিনুল হক মুকুল ও আওয়ামী লীগ নেতা আবু সাঈদ খান সিদ্দিক।

উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ জানান, গোলাবাড়ী ইউপিতে দলীয় মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান গোলাম মোস্তফা খান বাবলু। মির্জাবাড়ী ইউপিতে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম সাদিক। আলোকদিয়া ইউপিতে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বর্তমান চেয়ারম্যান আবু সাঈদ তালুকদার দুলাল।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, এই তিন ইউপিতে মোট ৯ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১১ নভেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের পর যাঁদের মনোনয়নপত্র বৈধ হবে, তাঁদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ভোট অনুষ্ঠিত হবে ২৮ নভেম্বর।

উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, ১১ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন পর্যন্ত দল অপেক্ষা করবে। তারপরও কেউ নির্বাচনে অংশ নিলে তাঁদের ভাগ্যে জুটবে বহিষ্কারাদেশ।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু বলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত অমান্যকারীরা শৃঙ্খলা ভঙ্গকারী হিসেবে চিহ্নিত হবেন। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকের সিদ্ধান্ত অমান্য করলে তাঁদের দল থেকে বহিষ্কার করা হবে। অতীতে যাঁরা বহিষ্কার হয়েছেন, তাঁরা এবারও মনোনয়নবঞ্চিত হয়েছেন। এবার যাঁরা বহিষ্কার হবেন, তাঁরা ভবিষ্যতেও দলের অনুকম্পা পাবেন না।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফিউদ্দিন মনি বলেন, ‘আওয়ামী লীগ যাঁদের মনোনয়ন দিয়েছে, আমরা তাঁদের জন্য কাজ করব। আশা করি স্বতন্ত্র প্রার্থীরাও দলের সিদ্ধান্ত মেনে নির্বাচন থেকে বিরত থাকবেন। অন্যথায় দলের শৃঙ্খলা ভঙ্গের কারণে তাঁদের শাস্তি হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

অস্থিরতার সামান্য ইঙ্গিত পেলেই আমরা চলে যাব

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত