Ajker Patrika

আ.লীগ প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
আপডেট : ১০ নভেম্বর ২০২১, ১৮: ৩৬
আ.লীগ প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ

কক্সবাজারের চকরিয়ার কোনাখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী জাফর আলম ছিদ্দীকীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে। গত সোমবার সন্ধ্যায় ইউনিয়নের পুরুইত্যাখালী টেকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন আবুল হাশেম (৪৫), আমিনুল ইসলাম নবী (৫২) ও জামাল উদ্দিন (৪৮)। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আমিনুল ইসলাম বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত সোমবার কোনাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান বিদ্রোহী প্রার্থী দিদারুল ও তাঁর লোকজন সঙ্গে আ.লীগের প্রার্থীর সমর্থকদের কথা–কাটাকাটি হয়। এর জেরে বিদ্রোহী প্রার্থীর লোকজন নৌকার প্রার্থীর সমর্থকদের ওপর হামলা করেন।

আওয়ামী লীগের প্রার্থী জাফর আলম ছিদ্দীকী বলেন, ‘বিদ্রোহী প্রার্থী ও তাঁর লোকজন আমার কর্মীদের বেশ কয়েক দিন ধরে হুমকি দিচ্ছিলেন। মাঠে ভোটারদের সাড়া না পেয়ে তিনি আমার সমর্থকদের ওপর হামলা চালাচ্ছেন।’

বর্তমান চেয়ারম্যান ও বিদ্রোহী প্রার্থী দিদারুল হক সিকদার অভিযোগ অস্বীকার করেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গণি আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটে পাথর লুটে জড়িত দুই দলের ৩৫ নেতা

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

মুচলেকা দিয়ে ক্যাম্পাস ছাড়লেন আনন্দ মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত