Ajker Patrika

জনসমাগম করে প্রার্থীর মনোনয়ন জমা

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
আপডেট : ০৪ নভেম্বর ২০২১, ১২: ৪৬
জনসমাগম করে প্রার্থীর মনোনয়ন জমা

আচরণবিধি অমান্য করে কর্মী-সমর্থকদের নিয়ে মহড়া দিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন কক্সবাজারের চকরিয়ার কোনাখালী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী দিদারুল হক সিকদার। গত মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মনোনয়নপত্র জমা দেন।

দিদারুল হক কোনাখালীর ইউনিয়ন আ.লীগের সভাপতি ও বর্তমান ইউপি চেয়ারম্যান। তিনি দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী হয়েছেন। এর আগে ২০১৬ সালে তিনি আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে নির্বাচন করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তাঁকে এবার দল মনোনয়ন দেয়নি।

দিদারুল হক সিকদার বলেন, ‘এলাকায় ক্ষমতা আছে বলে লোকজন নিয়ে মনোনয়ন দাখিল করেছি। মোটরসাইকেল শোডাউন করলে আচরণবিধি লঙ্ঘন হয়, সেটা জানা ছিল না।’

নির্বাচনী আচরণবিধির ২০১৬-এর ১১ নম্বর ধারা অনুযায়ী, কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা দেওয়ার সময় মিছিল-সমাবেশ ও মহড়া করতে পারবেন না। সর্বোচ্চ পাঁচজনকে নিয়ে প্রার্থী নির্বাচন কার্যালয়ে প্রবেশ করতে পারবেন।

উপজেলা শিক্ষা কর্মকর্তা ও ভেওলা মানিকচর ও কোনাখালীর রিটার্নিং কর্মকর্তা অঞ্জন চক্রবর্তী বলেন, ‘দিদারুল হক মহড়া দিয়ে মনোনয়নপত্র জমা দিতে এসেছিলেন কি না চোখে পড়েনি। তবে মনোনয়নপত্র দাখিলের সময় পাঁচজনই ছিলেন।’

প্রত্যক্ষদর্শীরা জানান, গত মঙ্গলবার দুপুর ১২টার দিকে ৫০টি মোটরসাইকেল নিয়ে মহড়া দিয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা ও ভেওলা মানিকচর ও কোনাখালীর রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন কোনাখালীর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দিদারুল হক। এ সময় উপজেলা চত্বরে দিদারুল হক কয়েক শ মানুষ জড়ো করে মোনাজাত করেন। একইভাবে মহড়া দিয়ে এলাকায় যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটে পাথর লুটে জড়িত দুই দলের ৩৫ নেতা

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

মুচলেকা দিয়ে ক্যাম্পাস ছাড়লেন আনন্দ মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত