Ajker Patrika

পাতানো নির্বাচনের প্রস্তুতির অভিযোগ

ঝালকাঠি প্রতিনিধি
আপডেট : ১২ মার্চ ২০২২, ১২: ০৯
পাতানো নির্বাচনের প্রস্তুতির অভিযোগ

ঝালকাঠির নলছিটি উপজেলায় তেঁতুলবাড়িয়া ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে বিধিমালা উপেক্ষা করে একই ব্যক্তির অ্যাডহক কমিটির সভাপতি ও প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্ব নেওয়ার অভিযোগ উঠেছে মো. বদরুল আলমের বিরুদ্ধে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাসেমের সঙ্গে আঁতাত করেই বিধিবহির্ভূত এমন কাজ করা হয়েছে বলে অভিযোগ অভিভাবক কমিটির সদস্যদের। বিষয়টি জানলেও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল আজিম নীরব নেননি কোনো পদক্ষেপ।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য প্রার্থী ফিরোজ আলম বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাসেমের ছক মোতাবেক একটি পাতানো নির্বাচন অনুষ্ঠানের প্রচেষ্টা চলছে। নির্বাচনে জয়ী হতে বিদ্যালয়ের বর্তমান অ্যাডহক কমিটির সভাপতি দায়িত্ব নেন প্রিসাইডিং কর্মকর্তার ভার। যে কারণে অভিভাবকদের না জানিয়ে সভাপতি ও প্রিসাইডিং অফিসার মো. বদরুল আলম তড়িঘড়ি গোপন নির্বাচনী কার্যক্রম শুরু করেন। বিষয়টি অভিভাবকেরা টের পেয়ে প্রধান শিক্ষককে বিষয়টি জানালেও তিনি সদুত্তর দিতে পারেননি।

এদিকে প্রিসাইডিং কর্মকর্তা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির ভোটের দিন নির্ধারণ করেছেন ১৯ মার্চ। সে মোতাবেক ৫-৭ মার্চের মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়ার দিন ধার্য করা হয়েছে।

অভিভাবকেরা অভিযোগ করেন, তফসিল, ভোটার তালিকা ক্লাসে পাঠ করাসহ নোটিশ বোর্ডে টাঙিয়ে দেওয়ার বিধান থাকলেও তাঁরা তা করেননি। মেয়াদ শেষ হওয়ার ৮০ দিন আগে নির্বাচনী কার্যক্রম শুরু করার বিধান থাকলেও প্রধান শিক্ষক সে বিধানও অনুসরণ করেনি।

এ প্রসঙ্গে অ্যাডহক কমিটির সভাপতি ও প্রিসাইডিং কর্মকর্তা বদরুল আলম বলেন, ‘ভোটার তালিকায় নাম অঙ্কিত সিলমোহর না দিয়ে থাকলে তা ভুল হয়েছে। অবশ্যই নাম অঙ্কিত সিলমোহর ব্যবহার করার বিধান রয়েছে। তবে আমার দোষত্রুটি হলে আমি তা সংশোধন করে নিব।’

এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল আমিন বলেন, দ্বৈত দায়িত্ব নেওয়ার বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে। তাঁর সঙ্গে পরামর্শ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা সিকদার বলেন, ‘একই ব্যক্তি সভাপতি ও প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্ব কেন নিলেন, খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে প্রিসাইডিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত