Ajker Patrika

উদ্বোধনের ৯ মাসেও চালু হয়নি জাদুঘর

আয়শা সিদ্দিকা আকাশী, মাদারীপুর
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩, ১২: ২১
উদ্বোধনের ৯ মাসেও  চালু হয়নি জাদুঘর

ইতিহাস-ঐতিহ্য ধরে রাখতে মাদারীপুরে গড়ে তোলা জাদুঘর উদ্বোধনের ৯ মাস পেরিয়ে গেলেও এখনো দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়নি। উদ্বোধনের পর মূল ফটকে যে নামফলক ছিল, সেটিও খুলে ফেলা হয়েছে। ফলে মাদারীপুর শহরের ঐতিহ্যবাহী শকুনি লেকপাড়ের পুরোনো ট্রেজারি ভবনে যে এখন একটি জাদুঘর রয়েছে, সেটিও বোঝার উপায় নেই।

চলতি বছরের ৩১ মার্চ মাদারীপুরের এই জাদুঘর উদ্বোধন করা হয়। মূলত বাংলাদেশ ও পৃথিবীর প্রাচীন নিদর্শন, ঐতিহ্য, ইতিহাস, উপমহাদেশের ঐতিহাসিক ব্যক্তির সংক্ষিপ্ত জীবনীসহ নানা বিলুপ্তপ্রায় জিনিসপত্র সংরক্ষণে এই জাদুঘর স্থাপন করা হয়। উদ্বোধনের সময় কিছু মনীষীর ছবি ও সংক্ষিপ্ত জীবনী, কিছু প্রাচীন ঐতিহ্য, পুরোনো ফ্যাক্স মেশিন, টাইপিং মেশিনসহ বেশ কিছু পুরোনো জিনিসপত্র রাখা হলেও, তা পর্যাপ্ত নয়। এ ছাড়া এরপর আর কোনো কার্যক্রমও চোখে পড়েনি। 

নামফলকও নেই
জাদুঘর যে ভবনে গড়ে তোলা হচ্ছে, দেড় থেকে দুই মাস আগেও এ ভবনের গেটে জঙ্গল ছিল। ‘মাদারীপুর মিউজিয়াম’ লেখা সাইনবোর্ডটিও লতাপাতায় ভরেছিল। সম্প্রতি জাদুঘরের গেটের সামনের লতাপাতাগুলো কেটে পরিষ্কার করা হয়েছে। তবে এ সময় সেই লেখা সাইনবোর্ডটিও খুলে ফেলা হয়েছে। ফলে নতুন কেউ সেখানে গেলে বুঝতেই পারবেন না এটি একটি জাদুঘর।

সম্প্রতি এর প্রমাণও পাওয়া গেল। জাদুঘরের পাশে লেকপাড়ে ঘুরতে আসা কয়েকজনকে জিজ্ঞেস করা হয়েছিল, সেখানে একটি জাদুঘর আছে, এটা জানেন কি না। এই প্রশ্নের উত্তরে অধিকাংশই বলেন, না, তাঁরা বিষয়টি জানেন না।

মাদারীপুরের উন্নয়ন সংস্থা দেশগ্রামের পরিচালক এ বি এম বজলুর রহমান খান বলেন, প্রতিদিনই এই লেকপাড়ে শহরসহ আশপাশের বিভিন্ন এলাকার কয়েক শ দর্শনার্থী আসেন। তাই এটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হলে এবং সংগ্রহশালা বাড়ানো হলে জনসাধারণের বিনোদনের একটি নতুন জায়গা হতে পারত এ জাদুঘর।

মাদারীপুরের ইতিহাস গবেষক সুবল বিশ্বাস বলেন, ‘মাদারীপুরের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণের জন্য যে জাদুঘরটি রয়েছে, সেটি খোলা থাকলে বর্তমান প্রজন্ম দেখে-শুনে বুঝতে পারত এবং সম্যক ধারণা নিতে পারত। জাদুঘরটি উদ্বোধন করার পর থেকে বন্ধই আছে। এটি চালুর দাবি জানাই।’

এ নিয়ে কথা হয় মাদারীপুরের জেলা প্রশাসক মো. মারুফুর রশীদ খানের সঙ্গে। তিনি বলেন, ‘মাদারীপুরের একজন চিত্রশিল্পীর ছেলে মিউজিয়ামের জন্য তার বাবার আঁকা কিছু ছবি দেওয়ার কথা আছে। সেগুলো হাতে পেলেই আমরা মিউজিয়াম চালু করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত