Ajker Patrika

দু-এক দিনের মধ্যে বাড়বে শীতের তীব্রতা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ১১: ০৪
দু-এক দিনের মধ্যে বাড়বে শীতের তীব্রতা

আজ পৌষের ১৯ তারিখ। বছরের এই সময়টায় সাধারণত শৈত্যপ্রবাহ বয়ে যায়; কিন্তু এ বছর এখন পর্যন্ত তেমন কিছু ঘটেনি। শীত কিছুটা বাড়লেও একে শৈত্যপ্রবাহ বলতে নারাজ আবহাওয়াবিদেরা। তবে আগামী দু-এক দিনের মধ্যে শীতের তীব্রতা বাড়তে পারে বলে জানিয়েছেন তাঁরা।

আবহাওয়াবিদেরা বলছেন, একাধিক স্টেশনে তাপমাত্রা নিয়মিত ১০ ডিগ্রির নিচে থাকলে সেটাকে শৈত্যপ্রবাহ বলা হয়। এখন পর্যন্ত দেশের একটি মাত্র জায়গা ছাড়া কোথাও তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামেনি।

এ বিষয়ে আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির গতকাল সন্ধ্যায় আজকের পত্রিকাকে বলেন, ‘ডিসেম্বর-জানুয়ারি মাসে স্বাভাবিকভাবেই শীত থাকে। এ বছর এখন পর্যন্ত শৈত্য-প্রবাহের কাছাকাছি যায়নি। তবে দু-তিন দিন পর শীত বাড়বে। যেহেতু শুধু শ্রীমঙ্গলে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে, সেহেতু আমরা সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার হিসাব করে এখনই শৈত্যপ্রবাহ বিরাজ করছে বলতে পারছি না।’

এদিকে গতকাল সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া আজ শুষ্ক থাকতে পারে। সারা দেশে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পেতে পারে।

গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারের টেকনাফে—২৯ শতাংশ। সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটের শ্রীমঙ্গলে— ৯ দশমিক ১ শতাংশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

মুচলেকা দিয়ে ক্যাম্পাস ছাড়লেন আনন্দ মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত