Ajker Patrika

মারধরের অভিযোগে নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মামলা

নরসিংদী প্রতিনিধি
আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ১৯: ৩২
মারধরের অভিযোগে নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মামলা

নরসিংদীতে মো. কাইয়ুম মিয়া নামের এক ঠিকাদারকে মারধরের অভিযোগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নরসিংদী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী খন্দকার আসাদুজ্জামানের (৫০) বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। মামলায় হত্যার উদ্দেশ্যে হামলা, চাঁদাবাজি ও মানহানির অভিযোগ আনা হয়। গত সোমবার বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মো. কাইয়ুম মিয়া মামলা করেন।

মো. কাইয়ুম মিয়া জেলার শিবপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা। তিনি মেসার্স জননী এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক। ব্রাহ্মণবাড়িয়ার খায়রুল হাসানের মালিকানাধীন মেসার্স হাসান এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমেও ঠিকাদারি কাজ করেন তিনি।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, হাসান এন্টারপ্রাইজের মাধ্যমে গত বছরের ৮ ডিসেম্বর ২ দশমিক ৫০ শতাংশ জামানতসহ শিডিউল দাখিল করে একটি কাজের দরপত্র জমা দেন। সর্বনিম্ন দরদাতা হিসেবে তিনি মনোনীত হন। গত ২৩ মার্চ তাঁর নির্ধারিত কাজের বিপরীতে সরকারি বিধি মোতাবেক ১০ শতাংশ হারে ৩০ লাখ ৪৯ হাজার টাকা ব্যাংক গ্যারান্টি অফিসে জমা দিয়ে টেন্ডার শিডিউলের সঙ্গে দাখিল করা পে-অর্ডার ফেরত দেওয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত উচ্চমান সহকারীকে বলেন। উচ্চমান সহকারী নির্বাহী প্রকৌশলী না থাকায় পরের দিন তাঁকে যেতে বলেন। পরদিন সকাল সাড়ে ১০টার দিকে আবারও অফিসে গেলে উচ্চমান সহকারী নির্বাহী প্রকৌশলীর সঙ্গে দেখা করতে বলেন। তখন নির্বাহী প্রকৌশলীর কক্ষে গিয়ে পে-অর্ডার ফেরত দেওয়ার কথা বললে তিনি ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকার করায় নির্বাহী প্রকৌশলী ক্ষিপ্ত হয়ে তাঁর দিকে চেয়ার ছুড়ে মারেন। এতে তিনি আহত হন। তখন আত্মরক্ষার্থে ওই কক্ষ থেকে বের হয়ে দৌড় দিলে নির্বাহী প্রকৌশলীও পেছন পেছন এসে প্রকাশ্যে তাঁকে এলোপাতাড়ি কিল, ঘুষি, লাথি মেরে দোতলার সিঁড়ি থেকে ফেলে দেন। তখন অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে আহত অবস্থায় সরিয়ে নিলে নির্বাহী প্রকৌশলী গালিগালাজ করে হুমকি দেন।

এ ঘটনায় মো. কাইয়ুম মিয়ার আইনজীবী মো. জহিরুল হক জুয়েল বলেন, নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে হত্যার উদ্দেশ্যে হামলা, চাঁদাবাজি ও মানহানির অভিযোগ এনে মামলা করা হয়েছে। মামলাটি আদালত আমলে নিয়ে জেলা গোয়েন্দা পুলিশকে (ডিবি) তদন্ত করে আগামী ২২ মের মধ্যে প্রতিবেদন দাখিলের আদেশ দেন।

নির্বাহী প্রকৌশলী খন্দকার আসাদুজ্জামান বলেন, ‘মামলার কপি না দেখে কোনো মন্তব্য করতে পারব না। আর গত ২৪ তারিখ যদি এই ধরনের ঘটনা ঘটে থাকত, তাহলে তো পরের দিনই মামলা করতে পারত।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আদালতের বিচারকাজে বাধা দেওয়ায় আইনজীবীর দণ্ড, ক্ষমা চেয়ে পার

লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিল ভারত

পাকিস্তানের চীনা জে-১০ দিয়ে ভারতের রাফাল যুদ্ধবিমান ধ্বংস, যুক্তরাষ্ট্রের কড়া নজরে এই টক্বর

আবদুল হামিদের দেশত্যাগে এবার কিশোরগঞ্জের এসপি প্রত্যাহার

শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ, খুলনায় পত্রিকা অফিসে আগুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত