Ajker Patrika

চরফ্যাশনে ট্রলারডুবি, ১৪ জেলে নিখোঁজ

ভোলা ও চরফ্যাশন প্রতিনিধি
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১০: ৫৮
চরফ্যাশনে ট্রলারডুবি, ১৪ জেলে নিখোঁজ

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে ভোলার চরফ্যাশনে বঙ্গোপসাগর মোহনায় একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। রোববার রাতে ডুবে যাওয়া এই ট্রলারে ২২ জন জেলে ছিলেন। তাঁদের ৮ জন জীবিত উদ্ধার হলেও এখনো নিখোঁজ ১৪ জন।

নিখোঁজ জেলেদের মধ্যে ১০ জনের নাম জানা গেছে। তাঁরা হলেন বাচ্চু মাঝি, আলামিন মাঝি, ফারুক হাওলাদার, জাবেদ, খালেক, হাফেজ, ইউছুফ মৌলভী, জসিম জমাদার, রফিক, মাসুদ।

নিখোঁজ জেলেদের বাড়ি চরফ্যাশন উপজেলার আবদুল্লাহপুর ইউনিয়নের শিবা ও আহম্মদপুর গ্রামে।

এ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ট্রলারটির মালিক কামাল খন্দকার বলেন, ‘গত শনিবার বাচ্চু মাঝিসহ ২২ জেলে ঢালীর হাট মৎস্যঘাট থেকে ইলিশ শিকারে সাগরে যায়। কিন্তু ঘূর্ণিঝড় জাওয়াদের কারণে বৈরী আবহাওয়ায় সাগরে টিকতে না পেরে জেলেরা বাড়িতে রওনা হন। ফেরার আগে রোববার রাতে বাচ্চু মাঝির সঙ্গে

আমার কথাও হয়েছে। আজ (সোমবার) দুপুরে অন্য মাঝিদের কাছ থেকে খবর পাই রাতে ঘূর্ণিঝড় জাওয়াদের কবলে পড়ে আমার ট্রলার ডুবে গেছে। ট্রলারে থাকা জেলেরা জীবিত আছেন কি না, এখনো নিশ্চিত বলতে পারছি না।’

চর মানিকা কোস্টগার্ড কমান্ডার ওয়ালিউল্লাহ জানান, তাঁরা ট্রলারমালিক কামাল খন্দকারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বৈরী আবহাওয়ার মধ্যে স্থানীয় প্রশাসনসহ স্থানীয় জেলেদের সহায়তায় নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত