Ajker Patrika

বোরহানউদ্দিনে শপথ নিলেন ইউপি সদস্যরা

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ১৬: ১২
বোরহানউদ্দিনে শপথ নিলেন ইউপি সদস্যরা

ভোলার বোরহানউদ্দিনের পক্ষিয়া, টগবী, হাসান নগর, কাচিয়া, বড় মানিকা, দেউলা ও কুতবা-এই ৭টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত ৬৩ জন সাধারণ সদস্য এবং ২১ জন সংরক্ষিত আসনের নারী সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সকাল ১১টায় বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের হলরুমে এ শপথ অনুষ্ঠিত হয়।

বোরহানউদ্দিন উপজেলার সহকারী প্রোগ্রামার (আইসিটি) মিজানুর রহমানের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমানের সভাপতিত্বে শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে নবনির্বাচিত সংরক্ষিত আসনের সদস্য ও সাধারণ সদস্যদের শপথ বাক্য পাঠ করান বোরহানউদ্দিনের উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমান।

সভাপতির বক্তব্যে সাইফুর রহমান বলেন, ‘আপনারা সবাই জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছেন। তাই জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে সরকারের গৃহীত নানা উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করবেন। আমার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা পাবেন আপনারা।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সোয়েব আহমেদ, থানার ওসি শাহীন ফকির, উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ ও বিভিন্ন ইউপির চেয়ারম্যানেরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত