Ajker Patrika

প্রত্যন্ত গ্রামে হচ্ছে আধুনিক ক্যানসার কেয়ার সেন্টার

এস এস শোহান, বাগেরহাট
আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ১৬: ৩৬
প্রত্যন্ত গ্রামে হচ্ছে আধুনিক ক্যানসার কেয়ার সেন্টার

বাগেরহাটের রামপালের প্রত্যন্ত গ্রামে নির্মিত হচ্ছে আধুনিক ক্যানসার কেয়ার অ্যান্ড রিসোর্স সেন্টার। সমাজকল্যাণ মন্ত্রণালয় ও বাংলাদেশ ফ্রেন্ডশিপ এডুকেশন সোসাইটির যৌথ উদ্যোগে জেলার রামপাল উপজেলার ঝনঝনিয়া নামক স্থানে এই ক্যানসার চিকিৎসালয় নির্মিত হবে। প্রত্যন্ত গ্রামে এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিরা। আধুনিক এই প্রতিষ্ঠান চালু হলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ক্যানসার চিকিৎসায় নতুন দিগন্ত সৃষ্টি হবে বলে দাবি বাস্তবায়নকারী সংস্থার।

সমাজসেবা অধিদপ্তর সূত্রে জানা যায়, সমাজকল্যাণ মন্ত্রণালয় ও বাংলাদেশ ফ্রেন্ডশিপ এডুকেশন সোসাইটির যৌথ উদ্যোগে ঝনঝনিয়া মৌজায় ৮ একর ২০ শতক জমির ওপর ক্যানসার কেয়ার অ্যান্ড রিসোর্স সেন্টারটি নির্মাণ করা হবে। নির্ধারিত ওই জমিতে “আমাদের গ্রাম ক্যানসার কেয়ার অ্যান্ড রিসোর্স সেন্টার নির্মাণ” শীর্ষক প্রকল্পের আওতায় ২ হাজার ৮০০ বর্গ মিটারের দুটি ভবন নির্মাণ, চারটি বৈদ্যুতিক সাবস্টেশন ও বাউন্ডারি ওয়াল নির্মাণ করা হবে।

এ ছাড়া প্রকল্পের আওতায় ১৪টি আধুনিক কম্পিউটার, ৬৪ প্রকার আসবাবপত্র, চিকিৎসা কাজে ব্যবহৃত ২৬ ধরনের মেশিন ও সরঞ্জামাদি ক্রয় করা হবে। এসব কর্মযজ্ঞে ব্যয় হবে ২২ কোটি ৮৯ লাখ টাকা। এর মধ্যে ১৮ কোটি ২৭ লাখ টাকা দেবে সরকার এবং বেসরকারি উন্নয়ন সংস্থা বাংলাদেশ ফ্রেন্ডশিপ এডুকেশন সোসাইটি নিজস্ব তহবিল থেকে ব্যয় করবে ৪ কোটি ৬২ লাখ ৪৭ হাজার টাকা।

ভবন ও স্থাপনা বাউন্ডারি নির্মাণসহ আনুষঙ্গিক কাজ হবে সরকারের গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে। নির্মাণকাজের জন্য ইতিমধ্যে দরপত্র আহ্বান, ঠিকাদার নির্ধারণ ও কার্যাদেশ দিয়েছে গণপূর্ত বিভাগ। সনেক্স ইন্টারন্যাশনাল নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজও শুরু করেছে। ২০২২ সালের শেষের দিকে এই প্রতিষ্ঠান থেকে রোগীদের সেবা দেওয়া শুরু হওয়ার কথা রয়েছে।

স্থানীয় সাহারা খাতুন বলেন, রামপাল বাগেরহাটের একটি অবহেলিত উপজেলা। এই উপজেলায় মানুষের স্বাস্থ্যসেবাসহ অন্যান্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা খুবই কম। তাঁদের এখানে ক্যানসার কেয়ার অ্যান্ড রিসোর্স সেন্টার নামে যে হাসপাতাল হচ্ছে তাতে তাঁরা খুশি। এখানে হাসপাতাল হলে তাঁরা সহজে চিকিৎসা নিতে পারবেন। আশপাশের এলাকার লোকজনও এখান থেকে চিকিৎসা নিতে পারবেন।

মতিয়ার রহমান নামের আরেক ব্যক্তি বলেন, 'শুনেছি ঢাকা ছাড়া কোথাও ক্যানসার হাসপাতাল নেই। আমাদের এখানে যে ক্যানসার হাসপাতাল হচ্ছে এটা জেনে আমরা খুবই আনন্দিত। আমরা চাই যত দ্রুত সম্ভব এখানে হাসপাতালটি করা হোক।'

রামপাল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরুল হক লিপন বলেন, ক্যানসার কেয়ার ও রিসোর্স সেন্টারটি রামপালের মানুষের জন্য আশীর্বাদস্বরূপ। সেন্টার থেকে এই এলাকার মানুষ খুব সহজে চিকিৎসা নিতে পারবে। যত দূর জেনেছেন, প্রতিষ্ঠানটির ভবন নির্মাণের কাজ শুরু হয়েছে। গণপূর্ত বিভাগ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান নির্ধারিত সময়ে কাজ শেষ করবে বলে আশা করেন তিনি।

বাংলাদেশ ফ্রেন্ডশিপ এডুকেশন সোসাইটির নির্বাহী পরিচালক রেজা সেলিম বলেন, “আমাদের গ্রাম ক্যানসার কেয়ার অ্যান্ড রিসোর্স সেন্টার নির্মাণ” প্রকল্পটি এই এলাকার মানুষের একটি স্বপ্নের প্রকল্প। এই প্রকল্পের জন্য তাঁরা সব ধরনের দাপ্তরিক কাজ সম্পন্ন করেছেন। ভবন নির্মাণ শেষে তাঁদের কাছে হস্তান্তর হলেই তাঁরা মানুষকে সেবা দেওয়া শুরু করবেন।

তিনি আরও বলেন, এটি একটি পাইলট প্রকল্প। তাঁরা একটি নির্দিষ্ট সময় এই প্রকল্প পরিচালনা করবেন। পরে প্রতিষ্ঠানটি আবারও সরকারের কাছে হস্তান্তর করা হবে। এই প্রকল্পের মাধ্যমে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের ক্যানসার চিকিৎসাসহ অন্যান্য চিকিৎসা ক্ষেত্রে আমূল পরিবর্তন আসবে বলে আশা করেন তিনি।

গণপূর্ত বিভাগ, বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ফতেহ আজম খান বলেন, ইতিমধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠান ক্যানসার কেয়ার সেন্টার প্রকল্পের কাজ শুরু করেছে। সার্ভিস পাইল নির্মাণের কাজ চলছে। তাঁরা নিয়মিত মনিটরিং করছেন। নির্ধারিত সময়ের মধ্যে ভবন নির্মাণসহ আনুষঙ্গিক কাজ শেষ করতে পারবেন বলে আশা করেন তিনি।

সমাজসেবা অধিদপ্তর, বাগেরহাটের উপপরিচালক এস এম রফিকুল ইসলাম বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয় ও বাংলাদেশ ফ্রেন্ডশিপ এডুকেশন সোসাইটির যৌথ উদ্যোগে আমাদের গ্রাম ক্যানসার কেয়ার অ্যান্ড রিসোর্স সেন্টার নির্মাণের কাজ শুরু হয়েছে। এই প্রতিষ্ঠান থেকে ৩০ শতাংশ রোগীকে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হবে। এই প্রতিষ্ঠানের মাধ্যমে এই এলাকার চিকিৎসা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে মন্তব্য করেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

যুক্তরাষ্ট্র বাংলাদেশের সেনাবাহিনীকে আরেকটি প্রক্সি ওয়ারে জড়াতে চায়: ফরহাদ মজহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত