Ajker Patrika

সুষ্ঠু ভোটের আশ্বাস পুলিশ সুপারের

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১০: ০২
সুষ্ঠু ভোটের আশ্বাস পুলিশ সুপারের

মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া বলেছেন, বর্তমান সরকার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন এবং ভোটারদের নিরাপত্তা দিতে বদ্ধপরিকর। নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থী ও সমর্থকেরা যেন কোনো বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি না করতে পারেন, এ জন্য আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা সচেষ্ট।

গতকাল শনিবার বেলা ৩টার দিকে কুলাউড়া থানা প্রাঙ্গণে ১৩ ইউনিয়নের নির্বাচনী দায়িত্বরত পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উদ্দেশে এ কথা বলেন তিনি।

এ সময় মোহাম্মদ জাকারিয়া আরও বলেন, ‘নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে একটি গোষ্ঠী ভোটারদের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। কুলাউড়ার ১৩টি ইউনিয়নে শতভাগ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা করি। ভোটাররা নিরাপদে উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারবেন। নির্বাচনী শান্তিপূর্ণ পরিবেশকে কেউ যাতে বিশৃঙ্খল এবং ভোটারদের মধ্যে শঙ্কা সৃষ্টি না করতে পারে, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সঠিকভাবে দায়িত্ব পালন করবেন। আমরা চাই একটি উৎসবমুখর সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ নির্বাচন।’

এ সময় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম ফরহাদ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ও অতিরিক্ত দায়িত্ব কুলাউড়া সার্কেল) মো. জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার এবিএম মুজাহিদুল ইসলাম, কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

কোটি টাকা ‘ভর্তুকি’র জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ যা পেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত