Ajker Patrika

অর্ধেক সেতু, অর্ধেক সাঁকো

মাহমুদুল হাসান বিপ্লব সিকদার, মেঘনা
আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ১২: ৫৭
অর্ধেক সেতু, অর্ধেক সাঁকো

মেঘনা উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের খিরাচক বাজার সেতু জরাজীর্ণ হয়ে গেছে। এর সংযোগ সড়ক না থাকায় বাঁশের সাঁকো তৈরি করে পারাপার হচ্ছে বাসিন্দারা। যান চলাচল না করায় বাড়তি সাত কিলোমিটার সড়ক ঘুরে পাশের ভাওরখোলা ইউনিয়নে যেতে হচ্ছে।

গতকাল সোমবার সরেজমিনে দেখা গেছে, সড়ক থেকে সেতুটি খালের মাঝ বরাবর এসে শেষ হয়ে গেছে। এরপর শুরু হয়েছে বাঁশের সাঁকো। এ সময় একদল শিক্ষার্থী সেতুটি পার হচ্ছিল। তাদের মধ্যে দৌলত হোসেন সরকারি উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ ও অষ্টম শ্রেণির তিনজন শিক্ষার্থী জানায়, সেতুটি অনেক সরু। নিরাপত্তাদেয়ালও নেই। সেতুতে উঠলে তাদের মাথা ঘোরায়।

স্থানীয় বাসিন্দারা জানান, স্বাধীনতার পর সেতুটি তৈরি করা হয়। তখন খালটি ছোট ছিল। সেতুর সংযোগ সড়কও ছিল। এরপর খালটি খনন করে প্রশস্ত করা হয়েছে। কিন্তু নতুন সেতু নির্মাণ করা হয়নি। এতে সড়ক থেকে শুরু হয়ে সেতুটি মাঝ খালে এসে শেষ হয়ে গেছে। আনুমানিক ২০ বছর ধরে এই অবস্থায় পড়ে রয়েছে।

মেঘনা উপজেলার ওই দুটি ইউনিয়নসহ বিভিন্ন এলাকার আনুমানিক ৩০ হাজার মানুষ প্রতিদিন সেতুটি ব্যবহার করে। এর পশ্চিমে ভাওরখোলা ইউনিয়ন আর পূর্বে গোবিন্দপুর ইউনিয়ন। এ সেতু পার হয়ে সেননগর বাজার, বীজাগার, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র, ইউনিয়ন ভূমি অফিস, মহেশখোলায় অবস্থিত উপজেলার একমাত্র সরকারি মাধ্যমিক বিদ্যালয় দৌলত হোসেন সরকারি উচ্চবিদ্যালয়ের অবস্থান। এ জন্য গোবিন্দপুর, ভাওরখোলা ও লুটেরচর ইউনিয়নের ৩৫টি গ্রামের বাসিন্দাদের প্রতিদিন সাঁকোটি ব্যবহার করতে হচ্ছে।

সেননগর গ্রামের আলী হোসেন বলেন, ওই অংশ দিয়ে যান চলাচল না করায় আড়াই কিলোমিটারের বদলে সাত কিলোমিটার ঘুরে পণ্য পরিবহন এবং অন্যান্য কাজে যাতায়াত করতে হয়। এতে তাঁদের অতিরিক্ত সময় ও ভাড়া ব্যয় করতে হচ্ছে।

দক্ষিণকান্দি গ্রামের আলেক ও খিরাচক গ্রামের আলী বলেন, বাজারসহ অন্যান্য কাজে বাধ্য হয়ে তাঁদের সেতুটি ব্যবহার করতে হচ্ছে। একটি নতুন সেতু তাঁদের জীবনযাত্রা অনেক সহজ করে দিত বলে জানান তাঁরা।

এ বিষয়ে গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাঈনুদ্দিন মুন্সি তপন বলেন, ‘আনুমানিক ২০ বছর ধরে সেতুটি জরাজীর্ণ। সেতুর কয়েকটি খুঁটির নিচে মাটি নেই। যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আশা করি, শিগগিরই কাজ শুরু হবে।’

উপজেলা প্রকৌশলী খন্দকার মাহমুদুল আশরাফ আজকের পত্রিকাকে বলেন, ‘সেতুটির স্থানে জরিপ, মাটি পরীক্ষা করা হয়েছে। ইতিমধ্যে ডিজাইন ইউনিট দল পরিদর্শনও করেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

‘কলেমা পড়ে বিয়ে’ করা স্ত্রীর ঘরে গিয়ে মধ্যরাতে ঘেরাও পুলিশ কনস্টেবল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত