Ajker Patrika

ঋণ দেওয়ার নামে গ্রাহকের ৪ লাখ টাকা নিয়ে উধাও

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ২০ নভেম্বর ২০২১, ১৮: ১২
ঋণ দেওয়ার নামে গ্রাহকের ৪ লাখ টাকা নিয়ে উধাও

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে প্রায় ৪ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ‘জনকল্যাণ সংস্থা’ নামের একটি এনজিওর বিরুদ্ধে। উপজেলার গোকর্ণ ইউনিয়নের জেঠাগ্রাম, সূচীউড়া ও ডিঘর গ্রামে ঋণ দেওয়ার কথা বলে গ্রাহকের কাছ থেকে অগ্রিম টাকা নিয়ে উধাও হয় এ সংস্থাটি। তবে স্থানীয় মানুষের ধারণা এ প্রতারক চক্রের সঙ্গে স্থানীয় কেউ জড়িত আছেন।

সরেজমিনে জানা যায়, প্রায় এক মাস ধরে জনকল্যাণ সংস্থা নামের একটি ভুয়া এনজিওর কয়েকজন মাঠকর্মী ঋণ দেওয়ার নামে গোকর্ণ ইউনিয়নের জেঠাগ্রাম, সূচীউড়া ও ডিঘরে প্রচারণা শুরু করেন।

ওই এনজিওর ম্যানেজার শফিকুল ইসলাম আগ্রহী গ্রাহকদের কাছ থেকে অগ্রিম সঞ্চয় বাবদ ১০ হাজার ও ফরম বাবদ ১ হাজার টাকা করে সংগ্রহ করেন। এভাবে প্রায় ২০ জন গ্রাহকের কাছ থেকে প্রায় ৪ লাখ টাকা সংগ্রহ করে সংস্থাটি।

এদিকে গত সোমবার আনুষ্ঠানিকভাবে অফিস উদ্বোধন ও ঋণ দেওয়ার দিন ধার্য করে সংস্থাটি। ওই দিন সকালে বিভিন্ন গ্রাম থেকে আসা ঋণগ্রহীতারা গিয়ে অফিসটি তালাবদ্ধ দেখতে পান। অফিসের বাইরে শুধু একটি ব্যানার ঝোলানো, তাতে লেখা আছে সংস্থাটি পিকেএসএফের আর্থিক সহায়তায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত।

তবে এ বিষয়ে বাড়ির লোকজনকে জিজ্ঞেস করলে তাঁরা কোনো উত্তর দিতে পারেননি। পরে ওই দিনই দুপুরে এনজিওটির বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর ভুক্তভোগীদের পক্ষে মো. জামাল উদ্দিন লিখিত অভিযোগ করেন।

ভুক্তভোগী মো. মারুফ মিয়া বলেন, ‘আমি একজন কৃষক মানুষ। কৃষিকাজের জন্য ঋণ নিতে চেয়েছিলাম। উল্টো আমার ৫ হাজার টাকা নিয়ে পালিয়েছে সংস্থাটি।’

অফিসের ভবনের মালিক বকুল চৌধুরী বলেন, ‘আমি অফিস ভাড়া দিইনি। তবে উদ্বোধনের দিন আমার সঙ্গে ভাড়ার ব্যাপারে চূড়ান্ত করার কথা ছিল।’

এনজিওটির অনুমোদনের বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল খায়ের বলেন, ‘উপজেলায় ৬০টি নিবন্ধিত এনজিও আছে। তবে পিকেএসএফের আর্থিক সহায়তার যে এনজিওগুলো আছে, তা আমাদের সঙ্গে সংশ্লিষ্ট নয়।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হালিমা খাতুন বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করার জন্য থানার পুলিশ পরিদর্শককে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত