চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
তৃতীয় ধাপে কক্সবাজারের চকরিয়ায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের জন্য গতকাল শুক্রবার প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতীক পাওয়ার পর প্রার্থীরা নির্বাচনী প্রচার শুরু করেছেন। ভোটারদের এলাকার সমস্যা সমাধান ও উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন তাঁরা।
জানা গেছে, চকরিয়ার ১০ ইউপিতে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীসহ ৬৪ জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ ছাড়া ৩৬৬ জন সাধারণ ইউপি সদস্য পদে এবং ১৩২ জন সংরক্ষিত নারী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
চকরিয়ায় কেউ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হননি। চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছেন ৭ জন ও বিএনপির পাঁচজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।
সরেজমিনে দেখা গেছে, প্রতীক পাওয়ার পর প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে প্রচারপত্র বিতরণ করছেন। ভোটারদের আকর্ষণ বাড়াতে জনসমাগম করে মোটরসাইকেল মহড়াও দিচ্ছেন।
জানা গেছে, কাকারা ইউপিতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন শওকত ওসমান (নৌকা), শাহাব উদ্দিন (চশমা) ও মোহাম্মদ ইসমত-ই ইলাহী (আনারস)। লক্ষ্যারচরে মহিউদ্দিন মো. আওরঙ্গজেব বুলেট (নৌকা), গোলাম মোস্তফা কাইছার (ঘোড়া), নুর মোহাম্মদ (মোটরসাইকেল), মোহাম্মদ ওসমান (আনারস) ও সাইকুল ইসলাম (চশমা)। কৈয়ারবিলে জন্নাতুল বকেয়া (নৌকা), আফজল-উর রহমান চৌধুরী (চশমা), মক্কি ইকবাল (ঘোড়া), মোহাম্মদ জকরিয়া (টেবিল ফোন), তৌহিদুল ইসলাম (মোটরসাইকলে), হিশাম উদ্দিন (অটোরিকশা), আনিচ উর রহমান জুয়েল (রজনীগন্ধা), মামুনুর রশিদ (টেলিফোন) ও আব্দুর রহমান আবেদ (আনারস)।
পশ্চিম বড়ভেওলায় সিরাজুল ইসলাম চৌধুরী (নৌকা), রবিউল এহেসান লিটন (আনারস), নুরুল বশর চৌধুরী বাচ্চু (টেলিফোন), ওয়াহেদ ফয়েজ মো. সামউনুল ইসলাম (চশমা) ও নিয়ামত উল্লাহ (মোটরসাইকেল)।
বদরখালীতে নুরে হোসাইন আরিফ (নৌকা), আবু নাইম মো. হেফাজ (চশমা), নাছির উদ্দিন (লাঙ্গল), মোহাম্মদ আলী (আনারস), আহসানুল কাদের চৌধুরী সাব্বির (মোটরসাইকেল), জাকের আহমেদ (ঢোল), আলী আকবর (অটোরিকশা), মিজানুর রহমান (ঘোড়া), শামসুদ্দীন (টেবিল ফ্যান) ও জসিম উদ্দিন (টেলিফোন)।
পূর্ব বড়ভেওলায় ফারহানা আফরিন মুন্না (নৌকা), সাইফুল ইসলাম (লাঙ্গল), মো. আনোরুল আরিফ (ঘোড়া), কামরুজ্জামান সোহেল (আনারস), মো. আব্দুল্লাহ (চশমা) ও মো. সালাহ উদ্দীন (মোটরসাইকেল)।
সাহারবিলে মহসিন বাবুল (নৌকা), আবু তৈয়ব (ঘোড়া), নবী হোছাইন (আনারস), আবদুল আলীম (অটোরিকশা), মাহমুদুল হাসান (মোটরসাইকেল), মুহাম্মদ খানে আলম (টেলিফোন) ও জুনাইদুল হক (চশমা)।
ঢেমুশিয়ায় এস এম মঈন উদ্দিন আহমদ চৌধুরী (নৌকা), নুরুল আলম (আনারস), কফিল উদ্দিন (ঘোড়া), মো. হোছনে মোবারক (চশমা), সাইফুল ইসলাম (টেলিফোন), ফরিদুল আলম (মোটরসাইকেল) ও মোহাম্মদ হোছাইন (অটোরিকশা)।
কোনাখালীতে জাফর আলম ছিদ্দীকী (নৌকা), মো. রুহুল কাদের (লাঙ্গল), দিদারুল হক সিকদার (মোটরসাইকেল), মো. নুরুল কবির (আনারস), আবদুল মাবুদ (চশমা), মোহাম্মদ ইয়াছিন (ঘোড়া) ও আনোয়ারুল ইসলাম (রজনীগন্ধা)।
ভেওলা মানিকচরে বদিউল আলম (নৌকা), এস এম জাহাঙ্গীর আলম (আনারস), শামসুল হক (হাতপাখা), নাছির উদ্দিন (ঘোড়া) ও মোহাম্মদ আলমগীর (চশমা) নির্বাচন করবেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, ‘১০ ইউপিতে প্রার্থীদের মধ্যে তাঁদের পছন্দের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। তাঁরা এখন থেকে আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করতে পারবেন।
তৃতীয় ধাপে কক্সবাজারের চকরিয়ায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের জন্য গতকাল শুক্রবার প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতীক পাওয়ার পর প্রার্থীরা নির্বাচনী প্রচার শুরু করেছেন। ভোটারদের এলাকার সমস্যা সমাধান ও উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন তাঁরা।
জানা গেছে, চকরিয়ার ১০ ইউপিতে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীসহ ৬৪ জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ ছাড়া ৩৬৬ জন সাধারণ ইউপি সদস্য পদে এবং ১৩২ জন সংরক্ষিত নারী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
চকরিয়ায় কেউ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হননি। চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছেন ৭ জন ও বিএনপির পাঁচজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।
সরেজমিনে দেখা গেছে, প্রতীক পাওয়ার পর প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে প্রচারপত্র বিতরণ করছেন। ভোটারদের আকর্ষণ বাড়াতে জনসমাগম করে মোটরসাইকেল মহড়াও দিচ্ছেন।
জানা গেছে, কাকারা ইউপিতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন শওকত ওসমান (নৌকা), শাহাব উদ্দিন (চশমা) ও মোহাম্মদ ইসমত-ই ইলাহী (আনারস)। লক্ষ্যারচরে মহিউদ্দিন মো. আওরঙ্গজেব বুলেট (নৌকা), গোলাম মোস্তফা কাইছার (ঘোড়া), নুর মোহাম্মদ (মোটরসাইকেল), মোহাম্মদ ওসমান (আনারস) ও সাইকুল ইসলাম (চশমা)। কৈয়ারবিলে জন্নাতুল বকেয়া (নৌকা), আফজল-উর রহমান চৌধুরী (চশমা), মক্কি ইকবাল (ঘোড়া), মোহাম্মদ জকরিয়া (টেবিল ফোন), তৌহিদুল ইসলাম (মোটরসাইকলে), হিশাম উদ্দিন (অটোরিকশা), আনিচ উর রহমান জুয়েল (রজনীগন্ধা), মামুনুর রশিদ (টেলিফোন) ও আব্দুর রহমান আবেদ (আনারস)।
পশ্চিম বড়ভেওলায় সিরাজুল ইসলাম চৌধুরী (নৌকা), রবিউল এহেসান লিটন (আনারস), নুরুল বশর চৌধুরী বাচ্চু (টেলিফোন), ওয়াহেদ ফয়েজ মো. সামউনুল ইসলাম (চশমা) ও নিয়ামত উল্লাহ (মোটরসাইকেল)।
বদরখালীতে নুরে হোসাইন আরিফ (নৌকা), আবু নাইম মো. হেফাজ (চশমা), নাছির উদ্দিন (লাঙ্গল), মোহাম্মদ আলী (আনারস), আহসানুল কাদের চৌধুরী সাব্বির (মোটরসাইকেল), জাকের আহমেদ (ঢোল), আলী আকবর (অটোরিকশা), মিজানুর রহমান (ঘোড়া), শামসুদ্দীন (টেবিল ফ্যান) ও জসিম উদ্দিন (টেলিফোন)।
পূর্ব বড়ভেওলায় ফারহানা আফরিন মুন্না (নৌকা), সাইফুল ইসলাম (লাঙ্গল), মো. আনোরুল আরিফ (ঘোড়া), কামরুজ্জামান সোহেল (আনারস), মো. আব্দুল্লাহ (চশমা) ও মো. সালাহ উদ্দীন (মোটরসাইকেল)।
সাহারবিলে মহসিন বাবুল (নৌকা), আবু তৈয়ব (ঘোড়া), নবী হোছাইন (আনারস), আবদুল আলীম (অটোরিকশা), মাহমুদুল হাসান (মোটরসাইকেল), মুহাম্মদ খানে আলম (টেলিফোন) ও জুনাইদুল হক (চশমা)।
ঢেমুশিয়ায় এস এম মঈন উদ্দিন আহমদ চৌধুরী (নৌকা), নুরুল আলম (আনারস), কফিল উদ্দিন (ঘোড়া), মো. হোছনে মোবারক (চশমা), সাইফুল ইসলাম (টেলিফোন), ফরিদুল আলম (মোটরসাইকেল) ও মোহাম্মদ হোছাইন (অটোরিকশা)।
কোনাখালীতে জাফর আলম ছিদ্দীকী (নৌকা), মো. রুহুল কাদের (লাঙ্গল), দিদারুল হক সিকদার (মোটরসাইকেল), মো. নুরুল কবির (আনারস), আবদুল মাবুদ (চশমা), মোহাম্মদ ইয়াছিন (ঘোড়া) ও আনোয়ারুল ইসলাম (রজনীগন্ধা)।
ভেওলা মানিকচরে বদিউল আলম (নৌকা), এস এম জাহাঙ্গীর আলম (আনারস), শামসুল হক (হাতপাখা), নাছির উদ্দিন (ঘোড়া) ও মোহাম্মদ আলমগীর (চশমা) নির্বাচন করবেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, ‘১০ ইউপিতে প্রার্থীদের মধ্যে তাঁদের পছন্দের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। তাঁরা এখন থেকে আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করতে পারবেন।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫