Ajker Patrika

চকরিয়ায় প্রতীক পেয়ে প্রচারে ৫৬২ প্রার্থী

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
আপডেট : ১৩ নভেম্বর ২০২১, ১৬: ৩১
চকরিয়ায় প্রতীক পেয়ে  প্রচারে ৫৬২ প্রার্থী

তৃতীয় ধাপে কক্সবাজারের চকরিয়ায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের জন্য গতকাল শুক্রবার প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতীক পাওয়ার পর প্রার্থীরা নির্বাচনী প্রচার শুরু করেছেন। ভোটারদের এলাকার সমস্যা সমাধান ও উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন তাঁরা।

জানা গেছে, চকরিয়ার ১০ ইউপিতে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীসহ ৬৪ জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ ছাড়া ৩৬৬ জন সাধারণ ইউপি সদস্য পদে এবং ১৩২ জন সংরক্ষিত নারী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

চকরিয়ায় কেউ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হননি। চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছেন ৭ জন ও বিএনপির পাঁচজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।

সরেজমিনে দেখা গেছে, প্রতীক পাওয়ার পর প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে প্রচারপত্র বিতরণ করছেন। ভোটারদের আকর্ষণ বাড়াতে জনসমাগম করে মোটরসাইকেল মহড়াও দিচ্ছেন।

জানা গেছে, কাকারা ইউপিতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন শওকত ওসমান (নৌকা), শাহাব উদ্দিন (চশমা) ও মোহাম্মদ ইসমত-ই ইলাহী (আনারস)। লক্ষ্যারচরে মহিউদ্দিন মো. আওরঙ্গজেব বুলেট (নৌকা), গোলাম মোস্তফা কাইছার (ঘোড়া), নুর মোহাম্মদ (মোটরসাইকেল), মোহাম্মদ ওসমান (আনারস) ও সাইকুল ইসলাম (চশমা)। কৈয়ারবিলে জন্নাতুল বকেয়া (নৌকা), আফজল-উর রহমান চৌধুরী (চশমা), মক্কি ইকবাল (ঘোড়া), মোহাম্মদ জকরিয়া (টেবিল ফোন), তৌহিদুল ইসলাম (মোটরসাইকলে), হিশাম উদ্দিন (অটোরিকশা), আনিচ উর রহমান জুয়েল (রজনীগন্ধা), মামুনুর রশিদ (টেলিফোন) ও আব্দুর রহমান আবেদ (আনারস)।

পশ্চিম বড়ভেওলায় সিরাজুল ইসলাম চৌধুরী (নৌকা), রবিউল এহেসান লিটন (আনারস), নুরুল বশর চৌধুরী বাচ্চু (টেলিফোন), ওয়াহেদ ফয়েজ মো. সামউনুল ইসলাম (চশমা) ও নিয়ামত উল্লাহ (মোটরসাইকেল)।

বদরখালীতে নুরে হোসাইন আরিফ (নৌকা), আবু নাইম মো. হেফাজ (চশমা), নাছির উদ্দিন (লাঙ্গল), মোহাম্মদ আলী (আনারস), আহসানুল কাদের চৌধুরী সাব্বির (মোটরসাইকেল), জাকের আহমেদ (ঢোল), আলী আকবর (অটোরিকশা), মিজানুর রহমান (ঘোড়া), শামসুদ্দীন (টেবিল ফ্যান) ও জসিম উদ্দিন (টেলিফোন)।

পূর্ব বড়ভেওলায় ফারহানা আফরিন মুন্না (নৌকা), সাইফুল ইসলাম (লাঙ্গল), মো. আনোরুল আরিফ (ঘোড়া), কামরুজ্জামান সোহেল (আনারস), মো. আব্দুল্লাহ (চশমা) ও মো. সালাহ উদ্দীন (মোটরসাইকেল)।

সাহারবিলে মহসিন বাবুল (নৌকা), আবু তৈয়ব (ঘোড়া), নবী হোছাইন (আনারস), আবদুল আলীম (অটোরিকশা), মাহমুদুল হাসান (মোটরসাইকেল), মুহাম্মদ খানে আলম (টেলিফোন) ও জুনাইদুল হক (চশমা)।

ঢেমুশিয়ায় এস এম মঈন উদ্দিন আহমদ চৌধুরী (নৌকা), নুরুল আলম (আনারস), কফিল উদ্দিন (ঘোড়া), মো. হোছনে মোবারক (চশমা), সাইফুল ইসলাম (টেলিফোন), ফরিদুল আলম (মোটরসাইকেল) ও মোহাম্মদ হোছাইন (অটোরিকশা)।

কোনাখালীতে জাফর আলম ছিদ্দীকী (নৌকা), মো. রুহুল কাদের (লাঙ্গল), দিদারুল হক সিকদার (মোটরসাইকেল), মো. নুরুল কবির (আনারস), আবদুল মাবুদ (চশমা), মোহাম্মদ ইয়াছিন (ঘোড়া) ও আনোয়ারুল ইসলাম (রজনীগন্ধা)।

ভেওলা মানিকচরে বদিউল আলম (নৌকা), এস এম জাহাঙ্গীর আলম (আনারস), শামসুল হক (হাতপাখা), নাছির উদ্দিন (ঘোড়া) ও মোহাম্মদ আলমগীর (চশমা) নির্বাচন করবেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, ‘১০ ইউপিতে প্রার্থীদের মধ্যে তাঁদের পছন্দের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। তাঁরা এখন থেকে আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করতে পারবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটে পাথর লুটে জড়িত দুই দলের ৩৫ নেতা

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

মুচলেকা দিয়ে ক্যাম্পাস ছাড়লেন আনন্দ মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত