Ajker Patrika

রাস্তার ওপর থেকে বিদ্যুতের খুঁটি অপসারণ

শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ১০: ১৩
রাস্তার ওপর থেকে বিদ্যুতের খুঁটি অপসারণ

গত ৩ ডিসেম্বর দৈনিক আজকের পত্রিকায় ‘রাস্তার মাঝে বিদ্যুতের খুঁটি যেন বিষফোড়া’ শিরোনামে খবর প্রকাশিত হলে শ্রীনগর উপজেলার কোলাপাড়া থেকে দোগাছি ইটের সড়কের মধ্যের বিদ্যুতের খুঁটিটি সরানো হয়। সড়ক দুটি তৈরির পর দীর্ঘদিন পার হলেও রাস্তার মাঝ থেকে বিদ্যুতের খুঁটিগুলো সরানো হয়নি।

সংবাদটি প্রকাশিত হলে শ্রীনগর পল্লী বিদ্যুতের ডিজিএম মদন গোপাল শাহর নজরে আসে। তিনি তাৎক্ষণিক খুঁটিটি অপসারণ করার নির্দেশ দেন এবং এক সপ্তাহ পরেই গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে তা সরিয়ে ফেলে উপজেলা পল্লী বিদ্যুৎ অফিস। এতে ওই এলাকাবাসী ও পথচারীরা সন্তোষ প্রকাশ করেছেন।

শ্রীনগর পল্লী বিদ্যুতের ডিজিএম মদন গোপাল শাহ বলেন, ‘বিদ্যুতের খুঁটিতে আসলেই দুর্ভোগ হচ্ছিল। আমরা সংবাদটি জানার পরে দ্রুত খুঁটিটি অপসারণ করে নিয়েছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত