Ajker Patrika

সরিষাবাড়ীতে চোখ ওঠা রোগের প্রাদুর্ভাব

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
সরিষাবাড়ীতে চোখ ওঠা রোগের প্রাদুর্ভাব

জামালপুরের সরিষাবাড়ীতে সপ্তাহের ব্যবধানে চোখ ওঠা রোগের প্রাদুর্ভাব বেড়েছে। প্রতিদিন নানা বয়সের মানুষ এ রোগে আক্রান্ত হচ্ছেন। তবে আক্রান্তদের মধ্যে শিশুর সংখ্যাই বেশি। এদিকে চোখ ওঠা একটি সাধারণ ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বদরুল হাসান।

খোঁজ নিয়ে দেখা গেছে, স্থানীয় এক স্কুলের প্রতিটি শ্রেণিতে ৮ থেকে ১০ জন শিক্ষার্থী এ রোগে আক্রান্ত হয়েছে। উপজেলার আরও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের সঙ্গে কথা বলে চোখ ওঠা রোগে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এ কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতিও অনেকটা কমে গেছে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্র জানায়, গত কয়েক দিনে উপজেলার বিভিন্ন গ্রামে চোখ ওঠা রোগের প্রাদুর্ভাব বেড়েছে। প্রতিদিনই বাড়ছে রোগীর সংখ্যা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বদরুল হাসান জানান, চোখ ওঠা একটি সাধারণ ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ। কিছু নিয়ম মেনে চললে সাধারণত এক সপ্তাহের মধ্যে এ রোগ সেরে যায়। চোখ উঠলে বারবার হাত দিয়ে চোখ না চুলকানো। রুমালের পরিবর্তে টিস্যু ব্যবহার করা। ময়লাযুক্ত পুকুর বা নদী-নালার পানিতে গোসল না করা। 
ঘরের বাইরে গেলে চশমা ব্যবহার করা এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

খালার সঙ্গে শত্রুতা মুহাম্মদ ইউনূসের, আমি ‘কোল্যাটারাল ড্যামেজ’: টিউলিপ সিদ্দিক

৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার, অর্থ ফেরতের নির্দেশ

‘কাল দেখা হইবে, ভালো থাকিস’—ছেলেকে বলেছিলেন গণপিটুনিতে নিহত প্রদীপ

দেখো, ওর থেকে আরও ৫ লাখ নিতে পারো কি না—মেসেঞ্জার কলে এনসিপি নেতা নিজাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত