Ajker Patrika

আওয়ামী লীগের প্রার্থী পেলেন মাত্র ৬৭ ভোট

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, ১৪: ০৮
আওয়ামী লীগের প্রার্থী পেলেন মাত্র ৬৭ ভোট

কক্সবাজারের চকরিয়ার চিরিংগা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর ভরাডুবি হয়েছে।

জানা গেছে, চিরিংগায় ক্ষমতাসীন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মো. শাহনেওয়াজ রুমেল পেয়েছেন মাত্র ৬৭ ভোট। এ ইউপিতে বিজয়ী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জামাল হোসেন চৌধুরী পেয়েছেন ৩ হাজার ৬৫৫ ভোট।

জামাল হোসেন চৌধুরীর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের অপর বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান জসিম উদ্দিন পেয়েছেন ২ হাজার ৫৬৭ ভোট। অন্য একজন স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কে এম সালাহ উদ্দিন পেয়েছেন ২ হাজার ৩২৯ ভোট।

আওয়ামী লীগের প্রার্থীর ভরাডুবির কারণ হিসেবে দলীয় নেতা–কর্মীরা বলছেন, মো. শাহনেওয়াজ রুমেল আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। তাঁর পক্ষে দলের কেউই ভোট করেননি। তিনি বিজয়ী বিদ্রোহী প্রার্থী জামাল হোসেন চৌধুরীর আপন ভাতিজা। রুমেল চিরিংগা ইউনিয়ন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হলেও প্রকাশ্যে প্রচার চালাতে দেখা যায়নি। প্রচার না চালিয়ে প্রায় সময় বিদ্রোহী প্রার্থীর বাড়িতে বৈঠক বসেছেন। তিনি মূলত জামাল হোসেন চৌধুরীকে জেতাতে কৌশলে কাজ করেছেন। ভোট কেন্দ্রে একাধিক এজেন্ট জামাল হোসেনের পক্ষে কাজ করেছেন।

আওয়ামী লীগের এক পক্ষ বলছেন, ২০১৬ সালে ইউপি নির্বাচনে বর্তমান চেয়ারম্যান জসিম উদ্দিনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন জামাল হোসেন। এবার জামাল হোসেন বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাঁর দলীয় মনোনয়ন পাওয়া অনিশ্চয়তা দেখা দিলে কৌশলে জেলা ও উপজেলা আওয়ামী লীগ মিলে মো. শাহনেওয়াজ রুমেলকে দলীয় মনোনয়নের ব্যবস্থা করেন। তিনি মূলত দলের বিদ্রোহী প্রার্থীর ডামি প্রার্থী ছিলেন।

এ বিষয়ে বর্তমান চেয়ারম্যান জসিম উদ্দিন কোনো মন্তব্য করতে রাজি হননি।

আওয়ামী লীগের প্রার্থী মো. শাহনেওয়াজ রুমেলের মোবাইল নম্বর বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত