Ajker Patrika

চকরিয়ার প্রথম নারী চেয়ারম্যান ফারহানা

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১২: ৫৭
চকরিয়ার প্রথম নারী চেয়ারম্যান ফারহানা

কক্সবাজারের চকরিয়া উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে প্রথমবারের মতো একজন নারী নির্বাচিত হয়েছেন। তাঁর নাম ফারহানা আফরিন মুন্না। উপজেলার পূর্ব বড়ভেওলার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী ছিলেন তিনি।

গত ১৭ আগস্ট সন্ত্রাসীদের গুলিতে নিহত নাছির উদ্দিন নোবেলের স্ত্রী ফারহানা আফরিন মুন্না। নাছির চট্টগ্রাম ওমর গণি এমইএস কলেজছাত্র সংসদের সাবেক সমাজকল্যাণ সম্পাদক ছিলেন। ফারহানা আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে ভোটযুদ্ধে লড়ে জাতীয় পার্টি ও স্বতন্ত্রসহ পাঁচজন প্রার্থীকে হারান।

ওই পাঁচজন প্রার্থী হলেন বর্তমান ইউপি চেয়ারম্যান মো. আনোয়ারুল আরিফ, কামরুজ্জামান সোহেল, সাইফুল ইসলাম, মো. সালাহ উদ্দিন ও মো. আবদুল্লাহ।

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ প্রার্থী ফারহানা আফরিন মুন্না নৌকা প্রতীকে ৬ হাজার ৬৫১ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান আনোয়ারুল আরিফ দুলাল ৩ হাজার ৯৯৯ ভোট এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী কামরুজ্জামান সোহেল ২ হাজার ৯৬৫ ভোট পেয়েছেন। অন্য প্রার্থীরা কমসংখ্যক ভোট পেয়ে জামানত হারিয়েছেন। এই ইউপিতে ভোটার সংখ্যা ছিল ১৭ হাজার ৮০৩ জন।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামী নাছির উদ্দিন নোবেল হত্যার পর স্থানীয় নেতারা ফারহানাকে প্রার্থী হিসেবে ঘোষণা দেন। পরে আওয়ামী লীগের মনোনয়ন পান তিনি। স্বামী হত্যাকাণ্ডের ঘটনায় ভোটে ফারহানা স্থানীয় বাসিন্দাদের সহমর্মিতা পান। এ ছাড়া একই ইউনিয়নে তাঁর স্বামী ও বাবার বাড়ি হওয়ায় গ্রামবাসীর সমর্থন আদায় সহজ হয়।

ফারহানা আফরিন মুন্না আজকের পত্রিকাকে বলেন, ‘ইউপি নির্বাচনে ভোটের প্রচার চালানোর সময় আমার স্বামী নাছিরকে গুলি করে হত্যা করা হয়। এরই প্রতিদান দিয়েছেন পূর্ব বড়ভেওলার ভোটাররা।’

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শহীদুল ইসলাম বলেন, ‘উপজেলার ১০টি ইউপির মধ্যে দুটি ইউপিতে দুজন নারী চেয়ারম্যান পদে অংশ নেন। তাঁদের মধ্যে ফারহানা নির্বাচিত হন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটে পাথর লুটে জড়িত দুই দলের ৩৫ নেতা

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

আমরা দখল করি লঞ্চঘাট-বাসস্ট্যান্ড, জামায়াত করে বিশ্ববিদ্যালয়: আলতাফ হোসেন চৌধুরী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত