Ajker Patrika

পোষা পাখির মেলায়

মুহাম্মদ শফিকুর রহমান
পোষা পাখির মেলায়

হলঘরে পোষা পাখির ডাকে প্রাণ জুড়িয়ে যাচ্ছিল। লম্বা টেবিলের ওপর খাঁচায় সুন্দর করে সাজানো নানা রঙের পাখি। হাতের ডান পাশে ফিঞ্চ, ককাটেল প্রজাতির পাখি, মাঝের সারিতে বাজরিগার, টারকুইজিন, ম্যাকাও—আরও কতশত পাখি! ককাটেল পাখিগুলো মিস্টি সুরে শিস দিয়ে যাচ্ছিল। দুটি লাভবার্ড একে অপরের গা খুঁটে দিয়ে ভালোবাসা জানান দিচ্ছিল। ম্যাকাও কড়া সুরে ডেকে হয়তো বলছিল, এত মানুষ তার ভালো লাগছে না। গোল্ডিয়ান ফিঞ্চের নৃত্য মুগ্ধ হয়ে দেখছিল মানুষজন। একজন তো বলেই বসলেন, এত সুন্দর গেয়ে-নেচে মেয়েবন্ধুকে আহ্বান তো মানুষও করে না! এমন দৃশ্যই দেখা গেল শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে। গতকাল সেখানে হয়ে গেল এভিয়ান কমিউনিটি অব বাংলাদেশের আয়োজনে পোষা পাখির মেলা।

দর্শনার্থীদের কেউ কেউ পাখিদের সঙ্গে খুনসুটিতে মেতে ওঠেন। পাখিরাও তেমনি! যেন দর্শকদের খুনসুটির জবাব দিচ্ছিল। ফিঞ্চ, বাজরিগার, লাভবার্ড, ককাটেল, নিওফেমাসহ প্রতিটি প্রজাতির পাখি রাখা হয়েছিল ভিন্ন ভিন্ন জায়গায়। পাখির সঙ্গে থাকা এক্সপার্টরা জানিয়ে দিচ্ছিলেন দর্শনার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব।

মিলনায়তনে, হাতের ডানে ছিল ম্যাকাওসহ বিভিন্ন ধরনের বড় পাখি। বাংলাদেশের অন্যতম বড় পাখির দোকান অ্যাংরিবার্ডস বিডি পেট শপও এসেছিল প্রদর্শনীতে। কথা হলো প্রতিষ্ঠানটির মালিক হাসান রাজার সঙ্গে ম্যাকাও পাখি নিয়ে। ম্যাকাও অন্য সব পাখির মতো বাংলাদেশে ভালোই ডিম ও বাচ্চা দিচ্ছে বলে জানালেন তিনি। পোষা পাখিপ্রেমীদের সংখ্যা আগের চেয়ে বেড়েছে বলেও জানালেন। মেলায় লরি, কনুইর, কাকাতুয়া, ডায়মন্ড ডোভ, ফরপাস, রিংনেক, ম্যাকাওসহ আরও অনেক দৃষ্টিনন্দন পাখির সৌন্দর্য উপভোগ করেছেন দর্শনার্থীরা।

দেশের বিভিন্ন জায়গা থেকে শতাধিক পাখিপ্রেমী তাঁদের সেরা পাখিগুলো নিয়ে মেলায় এসেছিলেন। বরিশাল থেকে এসেছিলেন মনির। তিনি জানান, বিভিন্ন প্রজাতির পোষা পাখি দেখার সুযোগ সব সময় হয় না। এই মেলা সেই সুযোগ করে দিয়েছে; যদিও তিনি তা হারাতে চাননি। গৃহবধূ ইশরাত জাহান ইভা বাসায় পোষেন ফিঞ্চ পাখি। করোনার কারণে মেলা না হওয়ায় মন খারাপ ছিল তাঁর। মেলা দেখতে এসেছিলেন সরকারি কর্মকর্তা জামাল উদ্দিন। বিস্মিত জামাল জানান, এখানে না এলে কোনো দিন জানা হতো না এমন সুন্দর সব পোষা পাখি আমাদের দেশে আছে।

শুধু পাখিই নয়, মেলায় পোষা পাখি নিয়ে ব্যানার, প্ল্যাকার্ড, টিভি মনিটরে পাখি দেখানোর ব্যবস্থা ছিল। ছিল খাবারের দোকানও। তবে খাদ্যের দাম বাইরের দোকানের মতো।

করোনাসহ বিভিন্ন কারণে পাখির ব্রিডারদের মধ্যে একরকম ঝিমুনি চলে এসেছিল। এই মেলার মাধ্যমে তা কেটে যাবে বলে মনে করেন এভিয়ান কমিউনিটির অর্গানাইজিং সেক্রেটারি মির্জা ফেরদৌস গালিব।

পোষা পাখিপ্রেমীদের সংগঠন এভিয়ান কমিউনিটি অব বাংলাদেশ। পাখি মেলার এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন কাজী ফিরোজ রশিদ (এমপি)। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ড. মো. শহীদুর রশীদ ভুইয়া। উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, এভিয়ান কমিটির সভাপতি মোহম্মদ আলী চৌধুরী, এভিয়ান কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বজলুর রশিদ সেলিমসহ অনেকে। 

লেখক: পাখিপ্রেমী ও পোষা পাখিবিষয়ক লেখক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত