Ajker Patrika

প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

মির্জাপুর প্রতিনিধি
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, ১৫: ৩৭
প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

জাতীয় সংসদের টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে টাঙ্গাইল জেলা নির্বাচন কার্যালয়ে উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন। প্রতীক হাতে পেয়ে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করেছেন।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, উপনির্বাচনে ৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁদের মধ্যে আওয়ামী লীগের নৌকা প্রতীক পেয়েছেন খান আহমেদ শুভ, জাতীয় পার্টির লাঙল প্রতীক পেয়েছেন জহিরুল ইসলাম, ওয়ার্কার্স পার্টির হাতুড়ি পেয়েছেন গোলাম নওজব চৌধুরী। এ ছাড়া কংগ্রেস পার্টির রুপা রায় চৌধুরী পেয়েছেন ডাব প্রতীক এবং প্রাইভেটকার প্রতীক পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী নুরুল ইসলাম নুরু।

চলতি বছরের ১৬ নভেম্বর এ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা একাব্বর হোসেন মারা যাওয়ায় আসনটি শূন্য ঘোষণা করে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

জেলার জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল হাসান বলেন, ‘টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে সংসদ উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। আগামী বছরের ১৬ জানুয়ারি উপনির্বাচনের ভোট গ্রহণ হবে। আশা করি নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির কয়েক ঘণ্টা না যেতেই কাশ্মীরে বিস্ফোরণ!

বিশ্বে প্রথম পূর্ণাঙ্গ যুদ্ধে জড়ানোর পথে কি পরমাণু শক্তিধর দুই দেশ

লঞ্চের ওপর তরুণীকে প্রকাশ্যে পেটাচ্ছিলেন যুবক, ভিডিও ভাইরাল

ভারতের সেনাপ্রধানের ক্ষমতা বাড়াল কেন্দ্রীয় সরকার

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, বিচার হবে ট্রাইব্যুনালে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত