আজকের পত্রিকা ডেস্ক
নানা আয়োজনে বাগেরহাট, গোপালগঞ্জ, ফরিদপুর ও রাজবাড়ীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল চার জেলায় জেলা ও উপজেলা পর্যায়ে দুর্যোগকালীন প্রস্তুতি নিয়ে মহড়া, শোভাযাত্রা ও আলোচনা সভা করা হয়েছে।
বাগেরহাটে গতকাল সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়। পরে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা করা হয়। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মাদ রিজাউল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান, শিক্ষাবিদ অধ্যাপক বুলবুল কবির প্রমুখ বক্তব্য দেন।
সভা শেষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও এলাকায় বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে দুর্যোগকালীন প্রস্তুতি নিয়ে মহড়া দেওয়া হয়।
গোপালগঞ্জের কোটালীপাড়ায় দিবসটি উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও অগ্নিকাণ্ড প্রতিরোধবিষয়ক মহড়া করা হয়। বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে ও কোটালীপাড়া এপির সহযোগিতায় একটি শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে শেষ হয়। সেখানে এক আলোচনা সভা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে সভায় কোটালীপাড়া থানার ওসি (তদন্ত) মো. জাকারিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক হাওলাদার, লক্ষ্মী সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাশেদুর রহমান, অফিস সহকারী আবুল কাসেম, কোটালীপাড়া ফায়ার স্টেশনের ইনচার্জ নজরুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। সভা শেষে অগ্নিকাণ্ড প্রতিরোধবিষয়ক মহড়া করা হয়।
ফরিদপুরের নগরকান্দায় দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। এ ছাড়া আলোচনা সভা, দুর্যোগ প্রতিরোধ মহড়া, প্রদর্শনী ও শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
পরে হেলিপোর্ট মাঠে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অংশগ্রহণে দুর্যোগ প্রতিরোধবিষয়ক বিশেষ মহড়া করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রুর সভাপতিত্বে আলোচনা সভা করা হয়। সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার রিটা, সহকারী কমিশনার (ভূমি) এন এম আবদুল্লাহ আল মামুন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিল হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা জাকিরুল ফরিদ, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্য পুরস্কার বিতরণ করা হয়।
রাজবাড়ীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে গতকাল সকালে জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাজবাড়ী সরকারি উচ্চবিদ্যালয় গিয়ে শেষ হয়।
পরে বিদ্যালয়ের হল রুমে দিবসটি উপলক্ষে আলোচনা সভা করা হয়। সভায় জেলা প্রশাসক আবু কায়সার খান, জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন, সিভিল সার্জন ইব্রাহিম টিটোন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আরিফুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
নানা আয়োজনে বাগেরহাট, গোপালগঞ্জ, ফরিদপুর ও রাজবাড়ীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল চার জেলায় জেলা ও উপজেলা পর্যায়ে দুর্যোগকালীন প্রস্তুতি নিয়ে মহড়া, শোভাযাত্রা ও আলোচনা সভা করা হয়েছে।
বাগেরহাটে গতকাল সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়। পরে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা করা হয়। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মাদ রিজাউল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান, শিক্ষাবিদ অধ্যাপক বুলবুল কবির প্রমুখ বক্তব্য দেন।
সভা শেষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও এলাকায় বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে দুর্যোগকালীন প্রস্তুতি নিয়ে মহড়া দেওয়া হয়।
গোপালগঞ্জের কোটালীপাড়ায় দিবসটি উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও অগ্নিকাণ্ড প্রতিরোধবিষয়ক মহড়া করা হয়। বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে ও কোটালীপাড়া এপির সহযোগিতায় একটি শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে শেষ হয়। সেখানে এক আলোচনা সভা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে সভায় কোটালীপাড়া থানার ওসি (তদন্ত) মো. জাকারিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক হাওলাদার, লক্ষ্মী সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাশেদুর রহমান, অফিস সহকারী আবুল কাসেম, কোটালীপাড়া ফায়ার স্টেশনের ইনচার্জ নজরুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। সভা শেষে অগ্নিকাণ্ড প্রতিরোধবিষয়ক মহড়া করা হয়।
ফরিদপুরের নগরকান্দায় দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। এ ছাড়া আলোচনা সভা, দুর্যোগ প্রতিরোধ মহড়া, প্রদর্শনী ও শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
পরে হেলিপোর্ট মাঠে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অংশগ্রহণে দুর্যোগ প্রতিরোধবিষয়ক বিশেষ মহড়া করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রুর সভাপতিত্বে আলোচনা সভা করা হয়। সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার রিটা, সহকারী কমিশনার (ভূমি) এন এম আবদুল্লাহ আল মামুন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিল হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা জাকিরুল ফরিদ, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্য পুরস্কার বিতরণ করা হয়।
রাজবাড়ীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে গতকাল সকালে জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাজবাড়ী সরকারি উচ্চবিদ্যালয় গিয়ে শেষ হয়।
পরে বিদ্যালয়ের হল রুমে দিবসটি উপলক্ষে আলোচনা সভা করা হয়। সভায় জেলা প্রশাসক আবু কায়সার খান, জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন, সিভিল সার্জন ইব্রাহিম টিটোন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আরিফুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৫ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৫ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৬ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫