Ajker Patrika

স্কুলে যাওয়ার পথে মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল ছাত্রীর

মাদারীপুর প্রতিনিধি
আপডেট : ২৫ মার্চ ২০২২, ১৪: ০৬
স্কুলে যাওয়ার পথে মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল ছাত্রীর

মাদারীপুরের মাইক্রোবাসের ধাক্কায় আয়েশা আক্তার নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। গতকাল দুপুরে মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক সড়কের পৌর শহরের চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ছাত্রীর পরিবার এ ঘটনার বিচার দাবি করেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত কেউ এ বিষয়ে থানায় অভিযোগ দেয়নি।

জানা গেছে, বাবার ভ্যানে স্কুলে যাচ্ছিল আয়েশা আক্তার। পৌর শহরের চৌরাস্তা এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি মাইক্রোবাস ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানটি উল্টে যায় এবং পড়ে আয়েশা গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

নিহত আয়েশা আক্তার সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের মহিষেরচর এলাকার জাহাঙ্গীর মাতুব্বরের মেয়ে। সে চৌরাস্তা এলাকায় জাগরণী ফাউন্ডেশন নামে একটি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী।

এ বিষয়ে নিহতের বাবা জাহাঙ্গীর মাতুব্বর বলেন, ‘ভ্যানে করে মেয়েকে স্কুলে পৌঁছে দেওয়ার পথে চৌরাস্তা এলাকায় পেছন থেকে একটি সাদা রঙের মাইক্রোবাস ধাক্কা দেয়। এতে আয়েশা গুরুতর জখম হলে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। মাইক্রোবাসটি বেপরোয়াভাবে চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে। আর আমি হারালাম মেয়েকে। তবে মুহূর্তের মধ্যেই মাইক্রোবাসটি পালিয়ে যায়। আমি মেয়ে হত্যার বিচার চাই।’

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিঞা বলেন, ‘ঘটনাটি শুনেছি। তবে এখনো পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাইনি। যদি তাঁরা অভিযোগ দেন, তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে মাইক্রোবাসটি শনাক্ত করা যায়নি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত